ব্রাহ্মণবাড়িয়ায় ভূমিকম্প:: মানুষের মাঝে আতংক
ডেস্ক ২৪::শনিবার বেলা ১২টা ১৪ মিনিট এর দিকে ভূমিকম্পন অনুভূত হয়েছে। পর পর ৪ দফায় ভূমিকম্পন অনুভূত হয়। ৪ দফায় প্রায় ৩ মিনিট কম্পন স্থায়ী হয়। তবে তাৎক্ষণিকভাবে কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ভূমিকম্প শুরু হলে লোকজন উঁচু ভবন থেকে নিচে নেমে আসে। শহরের লোকজন দোকানপাট ও অফিস আদালত ছেড়ে দ্রুত খোলা জায়গায় ছুটে যায়।মানুষের মধ্যে হুরোহুরিও শুরু হয়। প্রায় সকলেরই মাথা ঘুরতে থাকে। জেলার প্রায় সব এলাকায় জলকম্প অনুভূত হয়েছে।৭ দশমিক ৫ মাত্রায় এ ভূমিকম্প হয়েছে বলে জানা গেছে আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে।
« বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলা ন্যক্কার জনক :: জেলা যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ (পূর্বের সংবাদ)
(পরের সংবাদ) ব্রাহ্মণবাড়িয়ায় ভূমিকম্প:: মানুষের মাঝে আতংক »