দেশের প্রতি দায়বদ্ধতা থেকে অর্পিত দায়িত্ব পালনে যত্নবান হতে হবে।- মেয়র মোঃ হেলাল উদ্দিন
![+](http://brahmanbaria24.com/wp-content/plugins/zoom-widget/elements/images/1/plus.png)
![100%](http://brahmanbaria24.com/wp-content/plugins/zoom-widget/elements/images/1/100.png)
![-](http://brahmanbaria24.com/wp-content/plugins/zoom-widget/elements/images/1/minus.png)
ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র ও মিউনিসিপ্যল এসোসিয়েশন অব বাংলাদেশ (ম্যাব) এর কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি মোঃ হেলাল উদ্দিন বলেছেন, প্রত্যেক মানুষের নিজের দেশ ও সমাজের প্রতি দায়িত্ব রয়েছে। মানুষ হিসেবে, নাগরিক হিসেবে এই দায়িত্ব পালনে প্রত্যেকের যত্নবান হওয়া উচিৎ। তিনি বলেন প্রত্যেক কর্মকর্তা-কর্মচারিরা তাদের নিজের উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করলে সমাজ ও দেশের প্রতি দায়বদ্ধা থেকে মুক্তি অর্জন করা যায়। মেয়র গতকাল বৃহস্পতিবার বিকালে মাহবুবুল হুদা সভা কক্ষে অনুষ্ঠিত পৌরসভার স্টাফ মিটিং এ কার্যসহকারি মোঃ আব্দুল কুদ্দুসের অবসরত্তোর আনুতোষিক বাবত এগারো লক্ষ পঁচিশ হাজার পাঁচশত আত্রিশ টাকার চেক প্রদান কালে উপরোক্ত কথা বলেন। বক্তব্যে তিনি আরো বলেন মোঃ আব্দুল কুদ্দুস তার দীর্ঘ চাকরি জীবনে সততা ও কর্মনিষ্ঠার যে দৃষ্টান্ত রেখেছে তা অন্যদের কাছে শিক্ষনীয় হয়ে থাকবে। এসময় পৌরসভার নির্বাহী প্রকৌশলী গোলাম মোহাম্মদ, পৌর সচিব মোঃ ইসহাক ভূঞা, হিসাব রক্ষণ কর্মকর্তা মোঃ গোলাম কাউছার, সহকারি প্রকৌশলী মোঃ কাউছার আহমেদ, ভারপ্রাপ্ত কর নির্ধারক এসএম আলম, পানি সুপার মোঃ আতাউর রহমান, কর নির্ধারক মজিবুর রহমান, বস্তি উন্নয়ন কর্মকর্তা মোখলেছুর রহমান, সার্ভেয়ার মতিউর রহমান প্রমুখসহ অন্যানের কর্মকতা কর্মচারিবৃন্দ উপস্থিত ছিলেন। – প্রেস বিজ্ঞপ্তি