কালবৈশাখীর ছোবলে তছনছ ব্রাহ্মণবাড়িয়া:: রেল যোগাযোগ বন্ধ:: নিহত ১
![+](http://brahmanbaria24.com/wp-content/plugins/zoom-widget/elements/images/1/plus.png)
![100%](http://brahmanbaria24.com/wp-content/plugins/zoom-widget/elements/images/1/100.png)
![-](http://brahmanbaria24.com/wp-content/plugins/zoom-widget/elements/images/1/minus.png)
ডেস্ক ২৪::কালবৈশাখী ঝড়ে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার কালীশিমা ও আশুগঞ্জ উপজেলার তালশহরে রেললাইনের উপর গাছ উপড়ে পড়ায় ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। সোমবার রাতে সাড়ে ৮টা থেকে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
ফলে নোয়াখালীগামী আন্তঃনগর উপকূল এক্সপ্রেস ভৈরব রেলস্টেশন ও সিলেটগামী কালনি এক্সপ্রেস আশুগঞ্জ রেলস্টেশনে আটকা পড়ে।
ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনের মাস্টার মো. মহিদুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, গাছ সরিয়ে নেওয়ার কাজ চলছে।
এদিকে সোমবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার উপর দিয়ে বয়ে যাওয়া ঝড়ে জেলার কয়েকটি উপজেলার কয়েক শ’ ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। নবীগঞ্জ উপজেলায় ১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু শাহেদ চৌধুরী ঝড়ে একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
« আশুগঞ্জ বিদ্যুতকেন্দ্রের ৩টি ইউনিট বন্ধ, বিপর্যস্ত বিদ্যুত সরবরাহ (পূর্বের সংবাদ)