Main Menu

ছেঁড়া টাকা নিয়ে তর্কের জেরে যুবক খুন

+100%-
ডেস্ক ২৪::  ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের আনন্দপুর গ্রামে ছেঁড়া টাকা আদান-প্রদান নিয়ে কথা কাটাকাটির সময় এক যুবক খুন হয়েছে।
বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এই ঘটনা ঘটে। নিহত লিটন মিয়া (২০) আনন্দপুর গ্রামের রাজ্জাক মিয়ার ছেলে।

নিহত যুবকের স্বজনরা জানান, লিটন কিছুদিন আগে তার সম্পর্কিত চাচা মুছা মিয়ার কাছ থেকে একশত টাকা ধার নিয়েছিল। বুধবার সন্ধ্যায় লিটন তাকে একটি এক’শ টাকার নোট ফেরত দেন। তবে নোটটির একাংশ ছেঁড়া থাকায় মুছা এটি নিতে আপত্তি করে। এই নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। পরে মুছা মিয়া কয়েকজনকে নিয়ে এসে আনন্দপুর গ্রামের খালপাড়ে লিটনকে একা পেয়ে তার বুকে ছুরিকাঘাত করে। এসময় স্থানীয়রা গুরুতর আহতাবস্থায় তাকে জেলা সদর হাসপাতালে নিয়ে আসে। সেখানে আনার পর লিটন মারা যায়।

সদর হাসপাতালের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ফয়েজ আহমেদ লিটনের মৃতুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, তার বুকে গভীর ছুরিকাঘাত লেগেছে। বর্তমানে তার লাশ ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস জানান, ঘটনাটি শুনার পর হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে।






Shares