মন্ত্রী আনিসুল হককে হত্যার হুমকি : বিজ্ঞপ্তিতে আইন মন্ত্রণালয়
![+](http://brahmanbaria24.com/wp-content/plugins/zoom-widget/elements/images/1/plus.png)
![100%](http://brahmanbaria24.com/wp-content/plugins/zoom-widget/elements/images/1/100.png)
![-](http://brahmanbaria24.com/wp-content/plugins/zoom-widget/elements/images/1/minus.png)
ডেস্ক, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০১৫ :ණ☛ আইনমন্ত্রী আনিসুল হককেও হত্যার হুমকি দেয়া হয়েছে। ছাত্রশিবিরের প্রবাসী এক নেতা এ হুমকি দিয়েছেন। শিক্ষামন্ত্রীকে হত্যার হুমকির খবর প্রকাশিত হওয়ার পর সোমবার আইন মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ দাবি করা হয়েছে।
ණ☛ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আবদুল্লা-আল-শাহীন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞতিতে বলা হয়েছে, মন্ত্রীর নিজ এলাকা ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার জনৈক কাউছার আহামেদ সজীব আইনমন্ত্রীকে হত্যার এ হুমকি দিয়েছে। সজীব তার ফেসবুক পেজে এ হত্যার হুমকি দেয়। সে বাহরাইন প্রবাসী।
ණ☛ এ বিষয়ে কসবা থানা ছাত্রলীগ কর্মী মনির খান বাদী হয়ে সজীবের বিরুদ্ধে থানায় আইসিটি অ্যাক্টের আওতায় মামলা করেছেন। সজীবের পিতা স্থানীয় বিএনপি নেতা হেবজু মিয়াকে কসবা পুলিশ অপর এক মামলায় ইতিমধ্যেই গ্রেফতার করেছে।
ණ☛ সজীব কসবা উপজেলার মূলগ্রাম ইউনিয়ন ইসলামী ছাত্রশিবিরের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বলে জানা গেছে। মন্ত্রীকে কবে হত্যার হুমকি দেয়া হয়েছে জানতে চাইলে আবদুল্লা-আল-শাহীন জানান, ৭ এপ্রিল হুমকি দেয়। পরে ফেসবুক পেজ থেকে হুমকির তথ্য সরিয়ে ফেলা হয়। কিন্তু হত্যার হুমকি সংবলিত তথ্যের ফটোকপি আছে।