বিদ্যালয়ে ভাঙচুরের ঘটনায় মামলা ::মহিলা সহ গ্রেফতার ৩
নিজস্ব সংবাদদাতা : ব্রাহ্মণবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের শ্রেণীকক্ষ ভাঙচুর ও সড়ক অবরোধের ঘটনায় মামলা দায়ের হয়েছে। বৃহস্পতিবার রাতে বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মো. শফিকুল ইসলামকে প্রধান আসামি করে আটজনের বিরুদ্ধে বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মুস্তফা কামাল বাদী হয়ে মামলাটি দায়ের করেন। ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মামলায় অভিযুক্ত তিন আসামিকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন- বিদ্যালয়ের শিক্ষক আবু বক্কর সিদ্দিক, নজরুল ইসলাম ও অজ্ঞাত এক নারী। ব্রাহ্মণবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়ে দ্বন্দ্বের জের ধরে বৃহস্পতিবার দুই দল শিক্ষকের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ছাত্র-শিক্ষকসহ অন্তত পাঁচজন আহত হয় এবং বিদ্যালয়ে ব্যাপক ভাঙচুর চালানো হয়। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবু বকরের নিয়োগ নিয়ে আগে থেকেই শিক্ষকদের মধ্যে বিভাজন তৈরি হয়। এ কারণে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে প্রধান শিক্ষক দুই সহকারী শিক্ষককে শ্রেণীকক্ষে যেতে নিষেধ করেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বাঁধে। এতে দুই ছাত্রসহ পাঁচজন আহত হন। গুরুতর আহত অষ্টম শ্রেণীর ছাত্র মো. রিফাতকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ছাত্র আহত হওয়ার ঘটনায় বিদ্যালয়ের সকল ছাত্র বিক্ষুব্ধ হয়ে বিদ্যালয়ে ব্যাপক ভাঙচুর করে।
« পৌর সম্পদ রক্ষণা বেক্ষণ ও পরিচ্ছন্নতা রক্ষায় ধর্মীয় নেতাদের ভূমিকা রাখতে হবে-মেয়র মোঃ হেলাল উদ্দিন (পূর্বের সংবাদ)
(পরের সংবাদ) বাঁশের ভেতর গাঁজা:: দুজনকে আটক করেছে পুলিশ »