আশুগঞ্জ তাপ বিদ্যুৎ কেন্দ্র ::জাতীয় গ্রিডে যোগ হলো আরো ১৫৫ মেগাওয়াট বিদ্যুৎ
বিশেষ সংবাদদাতা : নির্ধারিত সময়ের আগেই ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ তাপবিদ্যুৎ কেন্দ্রের আরও ১৫৫ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল থেকে জাতীয় গ্রিডে এই বিদ্যুৎ যোগ হয়। এই নিয়ে কেন্দ্রটি থেকে বিদ্যমান ৭২৫ মেগাওয়াটসহ ৮৮০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ হলো। আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্র এলাকায় স্থাপন করা নতুন ২২৫ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্লান্ট উৎপাদনে আসার নির্ধারিত সময়ের আগেই জাতীয় গ্রিডে এই বিদ্যুৎ যোগ হচ্ছে। এতে করে চলমান বিদ্যুৎ সঙ্কটে গ্রাহক ভোগান্তি অনেকটাই লাঘব হবে। বিশেষ করে গরমে বিদ্যুতের চাহিদা বেড়ে যাওয়ায় রাজধানীসহ দেশের সর্বত্রই লোডশেডিংয়ের পরিমাণ বেড়ে গেছে। এই অবস্থায় জাতীয় গিডে ১৫৫ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হওয়াটা বিদ্যুৎ বিভাগের জন্যও অনেকটাই স্বস্তির। এ ব্যাপারে সংশ্লিষ্ট প্লান্টের প্রকল্প পরিচালক প্রকৌশলী অজিত কুমার সরকার বলেন, কয়েকদিন আগে ২২৫ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্লান্ট এবং ইউনাইটেড পাওয়ার লিমিটেডের ২১০ মেগাওয়াট মডিওলার পাওয়ার প্লান্টের কাজ শেষ হয়েছে। নতুন এই ইউনিট দুটির মধ্যে ২২৫ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্লান্টটিতে গত ১৪ মার্চ থেকে পরীক্ষামূলক উৎপাদন শুরু হয়। এর পর গতকাল থেকে বাণিজ্যিকভাবে উৎপাদনে গেছে ইউনিটটি। বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী নুরুল আলম জানান, বর্তমানে এই ইউনিট থেকে ১৫৫ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ হচ্ছে। পর্যায়ক্রমে এর পরিমাণ আরও বাড়বে। এই পরিমাণ বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ হওয়ার ফলে দেশের বর্তমান বিদ্যুতের চাহিদা পূরণে বিশেষ ভূমিকা রাখবে। এর ফলে চলতি গ্রীষ্ম মৌসুমে লোডশেডিং কমে আসবে।