বর্তমান সরকার আবহমান বাঙ্গালী সংস্কৃতি বিকাশে ব্যাপক কর্মসূচী বাস্তবায়ন করছে
![+](http://brahmanbaria24.com/wp-content/plugins/zoom-widget/elements/images/1/plus.png)
![100%](http://brahmanbaria24.com/wp-content/plugins/zoom-widget/elements/images/1/100.png)
![-](http://brahmanbaria24.com/wp-content/plugins/zoom-widget/elements/images/1/minus.png)
প্রতিনিধি॥ব্রাহ্মণবাড়িয়ায় বাঙ্গালীর সার্বজনীন উৎসব বর্ষবরণ উপলক্ষে ব্যাপক প্রস্তুতি নিয়েছে জেলা প্রশাসন।গতকাল সোমবার সকালে জেলা প্রশাসনের এক প্রস্তুতি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।কর্মসূচীর মধ্যে থাকবে সকাল ৭ টায় শহরের লোকনাথ টেংকের পাড় থেকে অবকাশ পর্যন্ত বিশাল ও বণ্যাঢ্য আনন্দ শোভাযাত্রা,সকাল ৮ টায় জেলা প্রশাসক মেলা মঞ্চে আলোচনা সভা-সাংস্কৃতিক অনুষ্ঠান,সকাল ১০ টায় লাঠিখেলা,পুতুল নাচের আসর,দিনব্যাপী মেলা,সরকারি শিশু পরিবার ও জেলা কারাগারে বিশেষ অনুষ্ঠান।জেলা প্রশাসক ড.মুহাম্মদ মোশাররফ হোসেন এর সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) আজাদ ছাল্লালের পরিচালনায় বক্তব্য রাখেন পৌর মেয়র হেলাল উদ্দিন,জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আল মামুন সরকার,চেম্বার সভাপতি আজিজুল হক,জেল সুপার গিয়াস উদ্দিন,জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুব্রত কুমার বনিক,সাহিত্য একাডেমীর সভাপতি কবি জয়দুল হোসেন,প্রেসক্লাব সভাপতি সৈয়দ মিজানুর রেজা,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবু হুরায়রাহ,চেম্বার পরিচালক শাহ আলম,ওয়ার্কার্স পার্টি নেতা নজরুল ইসলাম,তিতাস আবৃত্তি সংগঠন পরিচালক মো.মনির হোসেন।এসময় জেলা প্রশাসক বলেন,বর্তমান সরকার আবহমান বাঙ্গালী সংস্কৃতি,কৃষ্টি ও ঐতিহ্যের সংরক্ষণ ও বিকাশে ব্যাপক কর্মসূচী বাস্তবায়ন করছে।বর্ষবরণ বাঙ্গালীর মননে,অস্থিত্বে কৃষ্টি-সংস্কৃতির উজ্জল বার্তা নিয়ে আসে।বাঙ্গালীর সার্বজনীন এই বর্ষবরণ উৎসবকে ব্যাপক আয়োজন আর অংশগ্রহণে পালন করতে হবে।নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে হবে বর্ষবরণের গুরুত্ব ও তাৎপর্য।