দোকান বন্ধ করার সময় দোকানের ময়লা মার্কেটের নির্ধারিত স্থানে রাখুন-মেয়র মোঃ হেলাল উদ্দিন
ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র, মিউনিসিপ্যাল এসোসিয়েশন অব বাংলাদেশ (ম্যাব) এর কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোঃ হেলাল উদ্দিন বলেছেন, যেখানে সেখানে ময়লা আর্বজনা ফেলানোর কারনে শহরের পরিবেশ ও ড্রেনেজ ব্যবস্থা নষ্ট হয়। তাই নির্ধারিত সময়ে, নির্ধারিত স্থানে ময়লা আর্বজনা ফেলতে হবে। বিশেষ করে শহরের প্রত্যেক দোকানপাটের মালিকদের প্রতিদিন রাত্রে দোকান বন্ধ করার সময় দোকানের ময়লা মার্কেটের নির্ধারিত স্থানে রাখতে হবে। তাহলে পরদিন পৌরসভার পরিছন্নতা কর্মীরা এসে ঐ ময়লা আবর্জনা অপসারণ করতে পারবে এবং নিয়মিত ভাবে নিজেস্ব পরিছন্নতা কর্মী ও পৌরসভার পরিছন্নতা কর্মীদের কার্যক্রম তদারকি করতে হবে। মেয়র গতকাল সকালে পৌরসভার মধ্যপাড়ায় ড্রেন নির্মান কাজ উদ্বোধন কালে উপরোক্ত বক্তব্য প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন ৫নং ওয়ার্ড কাউন্সিলর আলী আহসান কাওছার, ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি রফিকুল ইসলাম দুলাল, বীরমুক্তিযোদ্ধা লিয়াকত আলী, হাজী আব্দুল কাইয়ুম, মোঃ আব্দুল বাসেত, হাজী মোঃ জাহাঙ্গীর, মোঃ কামাল উদ্দিন, ওসমান গনী নয়ন, তাজু মিয়া, নুরুল ইসলাম, মাওলানা আবুল খায়ের, শেখ রাসেল প্রমুখ। পরে মেয়র ড্রেন নির্মান কাজ সফলভাবে শেষ করার জন্য মহান আল¬াহ তালার দরবারে মোনাজাত করেন। প্রেস বিজ্ঞপ্তি