পৌর নাগরিকদের সেবা দিতে আমরা বদ্ধ পরিকরঃঃনগর সমন্বয় কমিটি (টিএলসিসি)র সভায় মেয়র মোঃ হেলাল উদ্দিন
ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার “নগর সমন্বয় কমিটি” টিএলসিসির এক সভা গতকাল রবিবার সকালে পৌরসভার মাহবুবুল হুদা সভা কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র, মিউনিসিপ্যল এসোসিয়েশন অব বাংলাদেশ (ম্যাব) এর কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি মোঃ হেলাল উদ্দিন। সভায় পৌরসভার উন্নয়নে রাস্তা-ঘাট, পরিষ্কার পরিছন্নতা, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, বস্তি উন্নয়ন, নারীর ক্ষমতায়ন, কর্ম সংস্থান সৃষ্টি ও সেবাবৃদ্ধি সহ পৌরসভার বিদ্ধমান বিভিন্ন সমস্যা চিহ্নিত করে এসব সমস্যা সমাধান সহ বিভিন্ন বিষয়ে উপস্থিত সদস্যগণ বক্তব্য রাখেন। সভায় পৌর মেয়র মোঃ হেলাল উদ্দিন বলেন, শহরের প্রধান রাস্তা ও ড্রেন অগ্রাধীকার ভিত্তিতে নির্মান ও সংস্কার করা হচ্ছে। পানির নতুন পাইপলাইন স্থাপন ও আবাসিক গ্যাস লাইন সংযোগের জন্য রাস্তা খোড়া খুড়ি করায় পৌরসভার আওতাধীন কিছু রাস্তা ক্ষতিগ্রস্থ হয়েছে উল্লেখ করে তিনি বলেন, পৌরসভার অনুমতি না নিয়ে রাস্তা খোড়া খুড়ি বন্ধ করতে হবে। পানি চলা চলের জন্য ড্রেনেজ ব্যবস্তা স্বচল রাখতে হবে। ড্রেনে ময়লা ফেলা বন্ধ করতে হবে। হাসপাতাল, ডায়াগনিষ্টিক সেন্টার, হোটেল রেস্তোরা, দোকান পাট ও গৃহস্থলী বর্জ্য নির্ধারিত স্থানে নির্দিষ্ট সময়ে ফেলতে হবে। তিনি সমস্ত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি করতে টিএলসিসির সদস্য সহ পৌর কাউন্সিলেরদের বিভিন্ন কার্যক্রমে সম্মৃক্ত করার জন্য আহবান জানান। বক্তব্যে তিনি আরো বলেন পৌর নাগরিকদের সবর্”েচা সেবা দিতে আমরা বদ্ধ পরিকর। তাই আমি সকলের সহোযোগিতা চাই। মেয়র শহর অবকাঠামো উন্নয়ন, রক্ষনা-বেক্ষন ও পরিষ্কার পরিছন্নতায় পৌরবাসীর সহযোগিতা থাকলে পৌরবাসীর জীবন যাত্রার মান আরো উন্নত হবে বলে আশা প্রকাশ করেন। এসময় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন পৌর কাউন্সিলর মোঃ আহসান উল¬াহ হাসান, মোঃ ইউনুছ মিয়া, শেখ মোঃ বাবর আলী, নির্বাহী প্রকৌশলী গোলাম মোহাম্মদ, টিএলসিসির সম্মানিত সদস্য অধ্যক্ষ সোপানুল ইসলাম, বীরমুক্তিযোদ্ধা মুরাদ খান, বীরমুক্তিযোদ্ধা আবু হোরায়রাহ, মোঃ ইকবাল হোসেন, বেলাল আহমেদ, নাজমা বেগম, গীতা রানী ঋষি প্রমুখ। সভা পরিচালনা করেন পৌর সচিব মোঃ ইসহাক ভূঞা। সভায় পৌরসভার অনান্য কাউন্সিলর বৃন্দ, কর্মকর্তা বৃন্দ ও টিএলসিসির সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।