Main Menu

পৌরসভার রাস্তা-ড্রেন ব্যবহারে পৌরবাসীকে যত্নবান হতে হবে- পৌর মেয়র

+100%-

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র, মিউনিসিপ্যাল এসোসিয়েশেন অব বাংলাদেশ (ম্যাব) এর কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোঃ হেলাল উদ্দিন বলেছেন, দিন দিন পৌর এলাকার মানুষের বসতি বাড়ছে। ক্রমবর্ধমার মানুষের চাহিদার সাথে তাল মিলে বাড়ছে শহরের রাস্তা ও ড্রেনের সংখ্যা। কিন্তু নতুন পুরাতন এসব রাস্তা ও ড্রেনের নির্মান, সংষ্কার ও রক্ষণা বেক্ষনের জন্য চাহিদার উপর সংঙ্গতি রেখে বাড়ছে না প্রয়োজনীয় অর্থ বরাদ্ধ। বিভিন্ন প্রজেক্ট ও দাতা সংস্থা থেকে উন্নয়ন সহযোগিতা এনে আমরা এসব উন্নয়ন কাজ বাস্তবায়ন করছি। তিনি বলেন আমরা আমাদের সাধ্যের সব টুকুদিয়ে পৌরবাসীর উন্নয়নের চেষ্টা করে যাচ্ছি। তাই পৌরবাসীকে পৌরসভার রাস্তা-ড্রেনের ব্যবহারে আরো যত্নবান হতে হবে। মেয়র শুক্রবার সকালে ভাদুঘর রেল লাইন হতে শুক্কুর মিয়ার বাড়ি পর্যন্ত ড্রেন নির্মান কাজ উদ্বোধন কালে সমবেত সুধীজনের উদ্দেশ্যে উপরোক্ত কথা বলেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পৌর কাউন্সিলর আক্তার জাহান, মহিলা কাউন্সিলর নিলুফা ইয়াসমিন, এলাকার বিশিষ্ট মুরুব্বি বীরমুক্তিযোদ্ধা আলী আকবর, জেলা আওয়ামীলীগ নেতা আজিজুর রহমান বাচ্চু, আব্দুল হাই ডাবলু, পৌরসভার সহকারী প্রকৌশলী মোঃ কাউছার আহমেদ, ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি হারুন অর রশিদ, সাধারণ সম্পাদক মোঃ রাকিব আহমেদ, আনোয়ার ভূইয়া, কবির ভুইয়া, আব্দুল মতিন ভুইয়া, ওমর ভূইয়া, আবু সিদ্দিক, আবিদ মিয়া, শাহ জাহান মিয়া সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। পরে নির্মাণ কাজ সফলভাবে শেষ করার জন্য মোনাজাত করা হয়। – প্রেস বিজ্ঞপ্তি






Shares