Main Menu

২০৫০ সালের মধ্যে ইউরোপ, আমেরিকার মতো হবে এ দেশ-ড. মুহম্মদ জাফর ইকবাল

+100%-

শামীম উন বাছির::ড. মুহম্মদ জাফর ইকবাল বলেছেন, বঙ্গবন্ধু জন্ম না হলে এ দেশ স্বাধীন হতো না। এ দেশ নিয়ে অনেকে হতাশা ব্যক্ত করেন, দুশ্চিন্তা করেন। কিন্তু আমি মনে করি যে দেশের ছেলে-মেয়ে এক কাতারে বসে পড়াশুনা করে এবং সমান ভাবে পড়ালেখা চালিয়ে যাচ্ছে সে দেশকে কখনো ঠেকিয়ে রাখা যাবে না’। গতকাল মঙ্গলবার ব্রাহ্মণবাড়িযার চিনাইরে শিশু মেধাবৃত্তি ফাউন্ডেশন আয়োজিত শিশু মেধাবৃত্তি ও শিশু মেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি মুক্তিযোদ্ধারকে সম্মান জানিয়ে তাদেরকে দেখা মাত্র হাত মিলিয়ে কৃতজ্ঞতা জানানোর জন্য আহবান জানান তিনি। ড. মুহাম্মদ জাফর ইকবাল বলেন, ‘২০৫০ সালের মধ্যে দেশ অনেক এগিয়ে যাবে। ইউরোপ, আমেরিকার মতো হবে আমাদের এ দেশ। তখন সেখানকার ছাত্র-ছাত্রীরা আমাদের এখানে পড়তে আসবে। তাদেরকে পড়াবে আমাদের দেশের শিক্ষকরা। অনুষ্ঠানের উদ্বোধন করেন সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরি। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ফাহিমা খাতুনের সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট চলচ্চিত্রকার মোরশেদুল আলম, জেলা ও দায়রা জজ মোহাম্মদ কাওছার, ড. ইয়াছমিন হক, মুনিরা মোর্শেদ মুন্নী, মো. আলমগীর মিয়া, পৌর মেয়র মো. হেলাল উদ্দিন, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আল-মামুন সরকার, প্রধান শিক্ষিকা সালমা বারী, প্রধান শিক্ষিকা ফরিদা নাজমীন। স্বাগত বক্তব্য দেন অধ্যক্ষ মকবুল আহমেদ। অনুষ্ঠানে সাড়ে তিন শতাধিক শিশুকে বৃত্তি প্রদান করা হয়।






Shares