সরাইল উপজেলা যুবদলের সাধারন সম্পাদক গ্রেফতার
সরাইল প্রতিনিধি :: ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলা যুবদলের সাধারন সম্পাদক জহিরুল ইসলাম ভুইঁয়াকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ। রোববার দিনগত রাত ১১টায় উপজেলা সদরের বিকাল বাজার থেকে সাদা পোশাকধারী পুলিশ তাকে গ্রেফতার করে। গত ২১জানুয়ারী স্থানীয় সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ভাংচুরের অভিযোগে সরাইল থানার এসআই আব্দুল আলীম বাদী হয়ে উপজেলা যুবদল ও ছাত্রদলের সভাপতি সম্পাদকসহ ১৬জনকে আসামী করে মামলা দায়ের করে। প্রতিবাদে পূর্ব ঘোষিত কর্মসূচী হিসেবে ২৫জানুয়ারী রোববার সরাইলে অর্ধ-দিবস হরতাল পালনকালে পুলিশের সাথে যুবদল ছাত্রদল নেতা-কর্মীদের সংঘর্ষ হয়। এ ঘটনাকে কেন্দ্র করে পরদিন উপজেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলের ৩০জন নেতা-কর্মীর নামে ও অজ্ঞাতনামা ১২০-১৭০জনকে আসামী করে সরাইল থানার এএসআই ইসমাইল মিয়া বাদী হয়ে মামলা দাযের করে। গ্রেফতারকৃত উপজেলা যুবদলের সেক্রেটারী জহিরুল ইসলাম ভুইঁয়াকে এ দুটি মামলায় আসামী করেন পুলিশ।
এ ব্যাপারে সরাইল থানার অফিসার ইনচার্জ আলী আরশাদ বলেন, গ্রেপ্তারকৃত জহিরের বিরুদ্ধে পুলিশের উপর হামলা ও বিষ্ফোরক দ্রব্য বহনের দুটি মামলা রয়েছে। সোমবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।