Main Menu

ডাকাত সর্দার লালন শাহ গ্রেপ্তার

+100%-

মোহাম্মদ মাসুদ, সরাইল প্রতিনিধি :: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থানার পুলিশ লালন শাহ (৩০) নামের এক ডাকাত সর্দারকে গ্রেপ্তার করেছে।  শনিবার দুপুরে নাসিরনগর উপজেলা সদর থেকে পুলিশ তাঁকে গ্রেপ্তার করেছে। লালন শাহ উপজেলার ভূরিশ্বর ইউনিয়নের আশুরাইল গ্রামের বাসিন্দা। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, লালন শাহ দীর্ঘ দিন ধরে সরাইল-নাসিরনগর ও নাসিরনগর মাধবপুর সড়কে পরিবহনে ডাকাতি করে আসছিল। গত ১১ মার্চ নাসিরনগর মাধরবপুর সড়কের তিলপাড়া সেতুর কাছে অস্ত্রধারী ১০/১২ জনের এক দল ডাকাতের কবলে পড়ের হবিগঞ্জের মাধবপুর উপজেলার ছাতিয়াইন গ্রামের ব্যবসায়ী জাবেদ হোসেন (৩৫) ও বায়েজিদ মিয়া (৪০)। ওই দিন ডাকাত দল দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে তাঁদের হাত-পা বেঁধে মারধর করে ১৬ হাজার টাকা, দুটি মুঠোফোনসেট ও একটি মোটরসাইকেল ছিনিয়ে নেয়। এ ঘটনায় বায়েজিদ মিয়া বাদী হয়ে ১২ মার্চ নাসিরনগর থানায় মামলা দায়ের করেন। লালন শাহ ওই মামলার প্রধান আসামি। নাসিরনগর থানার দ্বিতীয় কর্মকর্তা উপপরিদর্শক (এস আই) মো.নূর নবী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন লালন শাহের বিরুদ্ধে নাসিরনগর থানায় অর্ধডজন মামলা রয়েছে। সে এলাকার ডাকাতি চক্রের প্রধান। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। রোববার তাঁকে আদালতে সোপর্দ করা হবে।     






Shares