Main Menu

উপকুলের ৬ বগী লাইনচ্যুত:: ঢাকার সাথে রেল যোগাযোগ বিঘ্নিত

+100%-

নিজস্ব প্রতিবেদক ::ব্রাহ্মণবাড়িয়ার রেল স্টেশনের অদূরে পুনিয়াউটে ৫ আবারো যাত্রীবাহী ট্রেনের চাকা লাইনচুৎ হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা পৌনে ১১ টার সময় নোয়াখালী থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর উপকূল এক্সপ্রেস ট্রেনের ৬ বগির চাকা লাইনচ্যুত হয়। প্রাথমিক ভাবে দুর্বল রেলপথের কারনে এই দূর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন রেল কর্তৃপক্ষ। এতে কেউ হতাহত হয়নি। এখানে ডবল লাইন থাকায় রেশনিং পদ্বতিতে ট্রেন চলাচল করছে।

ব্রাহ্মণবাড়িয়া স্টেশন মাস্টার মহিদুর রহমান জানান, ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে স্টপেজ দিয়ে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়ার পরপরই আউটারে ট্রেনের ৬ বগির চাকা লাইনচ্যুত হয়।  চাকা গুলো ট্র্যাক থেকে সামান্য হেলে পড়ে। এ সময় দুর্ঘটনা কবলিত বগির যাত্রীরা ট্রেন থেকে নেমে পড়ে। পরে স্থানীয়ভাবে উদ্ধার কাজ শুরু হয়।লাইনে ত্রুটির কারণে দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিক ভাবে জানানো হয়েছে।
ট্রেন যাত্রী মুন্নী খন্দকার জানান, ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে বিরতী শেষে ছাড়ার পর ট্রেনটি খুব ধীর গতিতে চলছিল। এরই মধ্যে শব্দ করে ট্রেনটি থেমে যায়। এ সময় অনেকে লাফিয়ে পড়লেও কেউ হতাহত হয়নি। তিনি প্রিলিমিনারী পরীক্ষায় অংশ নিতে ঢাকায় যাচ্ছিলেন।

আখাউড়া রেলওয়ে জংশনের লোকোশেড ইনচার্জ মোঃ মহসীন উদ্দিন ভূঁইয়া জানান, আখাউড়া থেকে রিলিফ ট্রেন উদ্ধার কাজ চালাচ্ছে। উদ্ধার কাজে কয়েক ঘণ্টা সময় লাগবে । এদিকে গত ১৩ ফেব্রুয়ারী একই স্থানে একইভাবে যাত্রীবাহী চট্টলা ট্রেনের ইঞ্জিনসহ দু’টি বগি লাইনচ্যুত হয়।






Shares