সরাইল- নাসিরনগর সড়কে গনডাকাতি, প্রায় ৩ ঘন্টা পর দুই কিশোরী উদ্ধার
সরাইল(ব্রাহ্মণবাড়িয়ার)প্রতিনিধি::ব্রাহ্মনবাড়িয়ার সরাইল- নাসিরনগর সড়কের সরাইলের ধরন্তী পুলিশ বক্সয়ের কাছে ৭ টি সিএনজি অটোরিকসায় দুর্ধর্ষ গনডাকাতি হয়েছে। ডাকাতদের ছুরিকাঘাতে আহত হয়েছে ৩ যাত্রী। এসময় ২ কিশোরী যাত্রীকে ডাকাতরা উঠিয়ে নিয়ে যায়। প্রায় ৩ ঘন্টা পর রাত ১০ টায় কিশোরীদেরকে উদ্ধার করে গ্রামবাসী। বুধবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে এই গনডাকাতির ঘটনা ঘটে। আবুল নামে এক সিএনজি অটোরিকসা চালক জানান- সরাইলের ধরন্তী পুলিশ বক্সয়ের কাছে সরাইলের বিশ্বরোড থেকে নাসিরনগরগামী ৪ টি ও নাসিরনগর থেকে বিশ্বরোডগামী ৩ টি সিএনজি অটোরিকসায় একই সাথে এই ডাকাতির ঘটনা ঘটে। ৮/১০ জনের দেশীয় অস্ত্রসস্ত্র সজ্জিত মুখোশ পরিহিত ডাকাতদল সড়কের উপরে উঠে দু-পাশ থেকে আসা সিএনজি অটোরিকসাগুলো থামিয়ে ডাকাতি শুরু করে। ডাকাতরা সিএনজি অটোরিকসার সব যাত্রীদের কাছ থেকে নগদ টাকা,মোবাইলসহ অন্যান্য মালামাল নিয়ে যায়। এসময় নাসিরনগর থেকে একটি সিএনজি অটোরিকসায় করে আসা ২ কিশোরী যাত্রীকে ডাকাতরা উঠিয়ে নিয়ে যায় বলে ঐ সিএনজি অটোরিকসা চালক জানান। রাত ১০ টার দিকে এই কিশোরীদেরকে উদ্ধার করে ধর্মর্তীথ গ্রামবাসি।
এ ব্যাপারে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী আরশাদের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি একটি সিএনজি অটোরিকসায় ডাকাতির কথা স্বীকার করেন। কিশোরী নিখোজের ঘটনাটি নিয়ে কিছু বলতে রাজি হয়নি।