Main Menu

ডিজিটাল প্রযুক্তি বাস্তবায়ন হলে মানুষের কার্যক্ষমতা আরো বৃদ্ধি পাবে-জেলা প্রশাসক

+100%-

ডেস্ক ২৪:: ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিসের যৌথ ব্যবস্থাপনায় আগামী ৮ মার্চ হতে ১০ মার্চ ২০১৫ পর্যন্ত শহীদ ধীরেন্দ্রনাথ ভাষা চত্বরে ডিজিটাল উদ্ভাবনী মেলা ২০১৫ বিষয়ক এক প্রেস ব্রিফিং গতকাল সোমবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। এই প্রেস ব্রিফিং অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেন। প্রেস ব্রিফিং অনুষ্ঠানের প্রারম্ভেই জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেন তাঁর আনুষ্ঠানিক বক্তব্য উপস্থাপন করেন। এতে তিনি বলেন, ডিজিটাল প্রযুক্তি বাস্তবায়ন হলে প্রতিটি অফিসই পেপারলেস হয়ে যাবে এবং মানুষের কার্যক্ষমতা বৃদ্ধি পাবে। এছাড়া প্রতিটি অফিস ফাইবার অপটিকক্যাল নেটওয়ার্ক এর আওতায় আসবে এবং মানুষ খুব সহজেই ঘরে বসে বিভিন্ন সেবা পেতে থাকবে।
প্রেস ব্রিফিং এ অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) লুৎফুন নাহার মাল্টিমিয়িার মাধ্যমে শিক্ষা ব্যবস্থার অগ্রগতি ও তার সুফল সম্পর্কে আলোচনা করেন এবং প্রজেক্টরের মাধ্যমে একটি পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন। জেলা তথ্য অফিসার তারিক মোহাম্মদ ইউনিয়ন ডিজিটাল সেন্টার থেকে সেবা প্রাপ্তি এবং মাল্টিমিডিয়ার শ্রেণিকক্ষের মাধ্যমে শিক্ষার্থীদের পাঠদান সম্পর্কে আলোচনা করেন। প্রেসি ব্রিফিং এ উল্লেখিত বিষয়ে বিভিন্ন সমস্যা সমাধানের প্রতি জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে মুক্ত আলোচনায় অংশ নেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার, ব্রাহ্মণবাড়িয়ার গবেষক মুহম্মদ মুসা, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী সলিমুল্লাহ্, অন্নদা সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদা নাজনীন, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব সভাপতি সৈয়দ মিজানুর রেজা, সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন জামী, মাইটিভির জেলা প্রতিনিধি ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আ. ফ. ম কাউসার এমরান প্রমুখ। প্রেস ব্রিফিং এ জেলা প্রশাসনের সহকারী কমিশনারগণ, বিভিন্ন সরকারী অফিসের অফিস প্রধানগণ, ইনোভেশন টিমের সদস্যবৃন্দ, শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্টনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।






Shares