এডঃ হুমায়ুন কবির ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষা ক্ষেত্রে অনেক অবদান রেখেছেন– মোকতাদির চৌধুরী এমপি
গতকাল শনিবার আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের গৌরব ও সাফল্যের এক দর্শক পূর্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টায় আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি বিশিষ্ট লেখক, যোদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি। আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান সাবেক উপমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এডঃ হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেন, জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব এডঃ এ কে এম এমদাদুল বারী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার, আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের পরিচালনা পর্ষদের সহ সভাপতি ও বিশিষ্ট শিক্ষানুরাগী নায়ার কবির। স্বাগত বক্তব্য রাখেন আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ সোপানুল ইসলাম সোপান। অনুষ্ঠান পরিচালনা করেন প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ জসিম উদ্দিন বেপারী। সভায় প্রধান অতিথির বক্তব্যে র. আ. উবায়দুল মোকতাদির এমপি বলেন, বর্তমানে দেশের শিক্ষা হারের তুলনায় ব্রাহ্মণবাড়িয়া জেলা অনেকাংশে পিছিয়ে আছে। তাই আমাদের এর পরিবর্তন ঘটাতে হবে। আগামী ১০ বছরের মধ্যে ব্রাহ্মণবাড়িয়াকে ৯০ ভাগ শিক্ষার হার অর্জন করতে হবে। তার জন্য সকলের আন্তরিক প্রচেষ্টা অত্যন্ত জরুরী। সুন্দর বাংলাদেশ গড়তে হলে সুন্দর ব্রাহ্মণবাড়িয়া গড়তে হবে। তাই আসুন আমরা পরিকল্পিত সুন্দর ব্রাহ্মণবাড়িয়া গড়ার কাজে সকলে অংশগ্রহণ করি। আমি শিক্ষা অর্জন করেছি আমার মা কাছ থেকে মা আমাকে শিখিয়েছেন মানুষ ভালবাসতে তাই আমি মানুষকে ভালোবাসি। আমি একটি জিনিষ শিখেছি সবার উপর মানুষ সত্য, তার উপরে নাই। বর্তমানে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে কৃষিতে বিপ্লব ঘটিয়েছে, আমাদের খাদ্য ঘাটতি নাই। আমরা বর্তমানে কৃষিতে স্বয়ংসম্পূর্ণ। আমাদের এখন দরকার জন সংখ্যা নিয়ন্ত্রণ করা। তাহলেই আমরা সুন্দর বাংলাদেশ গড়তে ভূমিকা রাখতে পারব। আমাদের দরকার মুক্তচিন্তার সমাজ গড়া, জ্ঞান ভিত্তিক সমাজ গড়া। আর এর জন্য শিক্ষাই হল সবচেয়ে বড় কাজ। শিক্ষা মানুষের অন্তরের চক্ষুকে খুলে দেয়। তাই আমাদের শিক্ষার প্রতি আরো মনোযোগী হতে হবে। আমাদের শুদ্ধ উচ্চারণ বা শুদ্ধ ভাষা চর্চার প্রতি বেশি গুরুত্ব দেওয়া অত্যন্ত প্রয়োজন। বর্তমানে পৃথিবীতে ২৫ কোটি মানুষ বাংলা ভাষায় কথা বলে বিশ্বের ৫ম স্থানে রয়েছে বাংলাভাষার স্থান। ১৯৭৪ সালে জাতিসংঘের অধিবেশনে প্রথম বাংলা ভাষায় বক্তব্য রেখেছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার একটিই কারণ ছিল জাতিসংঘে বাংলাভাষাকে সরকারিভাবে লিপিবদ্ধ করা। আমরা আশা করছি অচিরেই জাতিসংঘে আমাদের বাংলাভাষা সরকারিভাবে অর্ন্তভুক্ত হবে। বর্তমান সরকার যখন শিক্ষাকে এগিয়ে নিতে নিরলসভাবে কাজ করছে তখন একটি পক্ষ এটিকে বাধাগ্রস্থ করার জন্য বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তারা চাই শিক্ষাকে পিছিয়ে রাখতে। তাই পরীক্ষার দিন একের পর এক হরতাল দিচ্ছে। তাই আমাদের সচেনতন নাগরিক হিসেবে সকলের উচিত এ রকম ক্ষতি যাতে না করতে পারে সেই দিকে লক্ষ রাখা। আমরা সরকারের শিক্ষানীতিকে এগিয়ে নিতে চাই। তাই বর্তমান প্রজন্মের ছাত্র ছাত্রীদের লেখাপড়ায় আরো মনোযোগী হতে হবে। তিনি এসময় আরো বলেন, এডঃ হুমায়ুন কবির ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষা ক্ষেত্রে অনেক অবদান রেখেছেন। তার গড়া অনেক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। আর আইডিয়াল রেসিডেন্সিয়াল হল এর একটি অন্যতম প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের অধ্যক্ষ সোপানুল ইসলাম সোপান ও উপাধ্যক্ষ জসিম উদ্দিন বেপারীর নেতৃত্বে এক ঝাক তরুণ শিক্ষক/ শিক্ষিকা নিয়ে পরিচালিত প্রতিষ্ঠানের অগ্রগতি দেখে আমি অভিভূত। আমি এই প্রতিষ্ঠানের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি। আলোচনা সভা শেষে অতিথিবৃন্দকে প্রতিষ্ঠানের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। পরে প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।প্রেস রিলিজ