বিক্রয় নিষিদ্ধ বিপুল পরিমান সরকারী ঔষধ উদ্ধার:
ব্রাহ্মণবাড়িয়া মডেল থানার সহকারী পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ এর নেতৃত্বে ব্রাহ্মণবাড়িয়া মডেল থানার অফিসার ইনচার্জ আকুল চন্দ্র বিশ্বাস, পুলিশ পরিদর্শক (তদন্ত) মোস্তফা কামাল পাশা, এসআই/কামরুল হাসান সঙ্গীয় ফোর্সসহ আজ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে প্রায় ০১ ট্রাক পরিমান সরকারী ঔষধ, যা বিক্রয়যোগ্য নয় এবং সরকারী ভাবে সরবরাহ করার জন্য অত্র থানাধীন পশ্চিম পাইকপাড়া ইঞ্জিনিয়ার ফজলে এলাহীর বাড়ির ভাড়াটিয়া মোঃ এমদাদ হোসেন এর ঘর থেকে উদ্ধার করা হয়। এই উদ্ধার সংক্রান্তে এমদাদ হোসেন (৫৪), পিতা-মৃত মোবারক হোসেন, সাং-চিলোকুট, এ/পি পশ্চিম পাইকপাড়া, থানা ও জেলা-ব্রাহ্মণবাড়িয়াকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধারকৃত ঔষধের মধ্যে রয়েছে প্রায় ১৫০০ পিছ এন্টিবায়টিক ইনজেকশন ও স্যালাইন সেট, ২২ কাটুন সুখী ট্যাবলেট সহ বিপুল পরিমান জন্মনিয়ন্ত্রন সামগ্রী রয়েছে। উদ্ধারকৃত ঔষধের কাটূনের উপরে একপার্শ্বে সরকারী সম্পত্তি ক্রয় বিক্রয় আইনত দন্ডনীয় অপরাধ লেখা আছে। এই সংক্রান্তে আটককৃত এমদাদ হোসেন এর বিরুদ্ধে মামলার রুজু প্রক্রিয়াধীন।প্রেস রিলিজ