সরকারি উন্নয়ন সহায়তার যথাপোযুক্ত ব্যবহার নিশ্চত করতে হবে-মেয়র মোঃ হেলাল উদ্দিন
ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র ও মিউনিসিপ্যল এসোসিয়েশন অব বাংলাদেশ (ম্যাব) এর কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি মোঃ হেলাল উদ্দিন বলেছেন, বর্তমান সরকার ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে একটি মধ্যম অয়ের দেশে পরিনিত করতে কাজ করে যাচ্ছে। তাই ক্ষমতায় আসার পর থেকে দেশের অসহায় দরিদ্র জনগোষ্ঠির আর্থ সামাজিক উন্নয়নের জন্য বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করেছে। ভিজিএফ, টিআর, কাবিখা, বয়স্ক ভাতা, শিক্ষা ভাতা, মাতৃত্ব কালিন ভাতা, অস্বচ্ছল মুক্তিযোদ্ধা ভাতা, প্রতিবন্ধী ভাতা ও কৃষি ভর্তুকি চালু করেছে। দেশের দরিদ্র জনগোষ্ঠির জীবনযাপনের মান উন্নয়ন ও আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষে কর্মমুখী প্রশিক্ষণ দান, ক্ষুদ্র ঋণ বিতরণ, সমবায় সমিতি গঠন সহ তাদের বিভিন্ন বিষয়ে কারিগরি প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এবং তাদেরকে বিভিন্ন উপকরণ প্রদান করা হচ্ছে। ফলে দেশে বেকারত্ত কমেছে, দারিদ্রতা হ্রাস পেয়েছে। দেশের মানুষের মাথা পিছু আয় বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্নতা অজর্ন করেছে। মেয়র সরকারি ঋণ সহায়তা প্রকল্প সংশ্লিষ্ট কাজে সর্বত্তম ব্যবহার নিশ্চত করার মাধ্যমে নিজেদের ভ্যাগের উন্নয়ন করতে দরিদ্রজন গোষ্ঠির প্রতি আহবান জানান। মেয়র গতকাল সকালে পৌরসভার মাহবুবুল হুদা সভাকক্ষে অনুষ্ঠিত পৌরসভার দ্বিতীয় নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকরণ প্রকল্প (ইউজিপ-টু) এর আওতায় ব্রাহ্মণবাড়িয়া পৌরসভায় কমিনিউটি এ্যাকশন প্লান (ক্যাপ) বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন এসআইসির উন্নয়ন সহায়তা প্রদান কালে উপরোক্ত কথা বলেন। এসময় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন মহিলা কাউন্সিলর শামিমা বেগম, নির্বাহী প্রোকৌশলী গোলাম মোহাম্মদ, সচিব ইসহাক ভুইয়া, হিসাব রক্ষণ কর্মকর্তা গোলাম কাউছার, বস্তি উন্নয়ন কর্মকর্তা মোখলেছুর রহমান, ইউজিপ টু প্রকল্পের ফ্যাসিল্যেটর ফারহানা তাহির, দক্ষিণ পৈরতলা এস আইসির সভাপতি স্বপনা বেগম, চন্ডারখিল এসআইসির সভাপতি শরিফা বেগম, দারিয়াপুর এসআইসির সভাপতি অর্চনা রানী দাস, উত্তর গোর্কন এসআইসির সভাপতি রেহেনা বেগম, উত্তর পৈরতলা এসআইসির সভাপতি জুলেখা বেগম। উল্লেখ্য পৌরসভার ৪টি এসআইসির মধ্যে প্রায় ১৩ লক্ষ টাকা উন্নয়ন সহায়তা প্রদান করা হয়।প্রেস বিজ্ঞপ্তি