Main Menu

কসবায় কবরস্থান ও খেলার মাঠের মাটি কাটা বন্ধের দাবীতে মানব বন্ধন ও স্মারকলিপি পেশ

+100%-

খ.ম.হারুনুর রশীদ ঢালী,প্রতিনিধি কসবা ( ব্রাহ্মণবাড়িয়া ) ::ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বিনাউটি ইউপির নোয়াপাড়া,ভরাজাঙ্গাল ও চন্দ্রপুর গ্রামে সরকারী ব্রীজের নিচে বাধ দিয়ে কবরস্থানের পাশে খেলার মাঠের মাটি ডেজার দিয়ে কাটার বন্ধের  দাবীতে গতকাল (২৪ ফেব্র“য়ারী) মঙ্গলবার কসবা উপজেলা পরিষদ চত্বরে এলাকাবাসী মানব বন্ধন করে। দুপুর ১২ টায় শুরু হয়ে প্রায় ৩০মিনিট ব্যাপী মানব বন্ধনে এই পবিত্র স্থানের সুরক্ষা ও  বাধ দিয়ে জমির ফসল ক্ষতিসাধন কারী প্রভাবশালীদের বিচার দাবী করে বক্তব্য রাখেন মিজানুর রহমান,নজরুল ইসলাম,হাজী মোঃ রৌশন প্রমুখ। মানব বন্ধন শেষে বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা নির্বাহী অফিসার মুহম্মদ আরিফুল ইসলামের নিকট একটি স্মারক লিপি পেশ করে।
স্মারক লিপিতে উল্লেখ করা হয়, নোয়াপাড়া,ভরাজাঙ্গাল ও চন্দ্রপুর গ্রামে সরকারী ব্রীজের নিচে বাধ দিয়ে কবরস্থানের পাশে খেলার মাঠের মাটি ডেজার দিয়ে একটি প্রভাশালী মহল কাটার বন্ধের  দাবী করেন। এসমস্ত অপকর্মের নায়ক কথিত আলী আকবরের নেতৃত্বে ১২জনের একটি সংঘবদ্ধ দল। বিক্ষুদ্বরা তাদেরবিচার দাবী করেন এবং কবরস্থানের পবিত্রতা ও তিন গ্রামের ফসলী জমি রক্ষার দাবী জানান। । এবং গত ৭ফেব্র“য়ারী গ্রামবাসীর পক্ষে মোঃ ফজলুল হক বাদী হয়ে কসবা থানা সাধারণ ডাইরী নং-২২৭ দায়ের করেও কোন সুফল পাওয়া যায়নি বলে মানববন্ধনকারীরা অভিযোগ করেন।






Shares