Main Menu

মহিলা আওয়ামী লীগ ও যুব মহিলা লীগকে সকল অপশক্তির বিরুদ্ধে এক্যবদ্ধ হতে হবে – এড.রাশেদুল কায়সার জীবন

+100%-

খ.ম.হারুনুর রশীদ ঢালী, কসবা  প্রতিনিধি :: কসবা- আখাউড়া নির্বাচনী এলাকার সংসদ সদস্য এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী এডভোকেট আনিসুল হক’র দিক নির্দেশনায় কসবা উপজেলার প্রতিটি ইউনিয়নে মহিলা আওয়ামী লীগ ও যুব মহিলা লীগের কমিটি গঠনের কার্যক্রমের অংশ হিসেবে শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকালে কায়েমপুর ইউনিয়ন পানিয়ারূপ গ্রামে উপজেলা ভাইস-চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সদস্য সচিব  অধ্যাপক শাহীন সুলতানা সভাপতিত্বে আওয়ামী পরিবারের নারীদেরকে নিয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী এডভোকেট আনিসুল হক এমপি’র একান্ত ব্যক্তিগত সহকারী ও উপজেলা আওয়ামীলীগ আহাবায়ক কমিটির যুগ্ম আহবায়ক এডভোকেট রাশেদুল কায়সার জীবন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগ আহয়ক কমিটির যুগ্ম আহবায়ক এমজি হাক্কানী,মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিছ বেগম,আবু জাহের,নান্নু ডিলার প্রমুখ। ২ শতাধিক নারীর উপস্থিতিতে সভায় প্রধান অতিথি বলেন দেশ ব্যাপী বিএনপি-জামাত জোটের সহিংসতা, অবরোধ ও নাশকতার প্রতিবাদে মহিলাদেরকে উঠান বৈঠকের মাধ্যমে সোচ্চার করা সহ মহিলা আওয়ামীলীগ ও যুবলীগ কমিটি গঠন করে সকল অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আহবান জানান। কায়েমপুর ইউনিয়ন পরিষদের মহিলা মেম্বার নারগির্স আক্তারকে সভাপতি, হাছনা আক্তারকে সাধারণ সম্পাদক ও সেলিনা বেগকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে ৩১ সদস্য বিশিষ্ট মহিলা আওয়ামী লীগের ইউনিয়ন কমিটি গঠন করা হয়। অপরদিকে, মারুফা আক্তারকে সভাপতি,আয়েশা আক্তারকে সাধারণ সম্পাদক ও কুলছুম বেগমকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে ৩১ সদস্য বিশিষ্ট যুব মহিলা লীগের কায়েকপুর ইউনিয়ন কমিটি গঠন করা হয়।


-সঞ্জয়






Shares