Main Menu

“দেশ-দর্শন তত্ত্ব” বইটি সমাজের নির্ধারকদের সিধান্ত গ্রহনে আলোর পথ দেখাবে-মেয়র মোঃ হেলাল উদ্দিন

+100%-

ব্রাহ্মণবাড়িয়ার তরুন সমাজগবেষক, কলামিস্ট জাকির মাহদিন রচিত “দেশ-দর্শন তত্ত্ব” বইয়ের মোড়ক উম্মোচন উপলক্ষে এক সামাজিক সভা গতকাল মঙ্গলবার বিকালে জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র মোঃ হেলাল উদ্দিন। সভার উদ্বোধন করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও লেখক, জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদ্রাসার প্রিন্সিপাল হযরত মাওঃ মুফতি মোঃ মোবারক উল্লাহ সাহেব। সভায় প্রধান আলোচক ছিলেন আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সোপানুল ইসলাম সোপান। সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সরাইল ডিগ্রী কলেজের অধ্যাপক মানবর্ধন পাল, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সহ সভাপতি, বিশিষ্ট সাংবাদিক ও সংস্কৃতি কর্মী আল আমিন শাহীন, চিনাইর বঙ্গবন্ধু শেখ মুজিব আনার্স কলেজের প্রভাষক কবি মুহিবুর রহিম, জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদ্রাসার মুহাদ্দিস মুফতি আব্দুর রহিম কাসেমী। আলোচনায় অংশ গ্রহন করেন প্রজ্ঞা ফাউন্ডেশন এর চেয়ারম্যান মিজান বিন অজিজ, দৈনিক ইনক্লাবের সহ সম্পাদক জাকির আল হাদী, জেলা স্বেচ্ছা সেবকলীগের সহ সভাপতি ইকবাল হোসেন, ইম্পিরিয়াল স্কুলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মনির হোসেন ও বইয়ের লেখক জাকির মাহদিন। সভায় সভাপতিত্ব করেন দেশের খ্যাতিমান লেখক মহিউদ্দিন আকবর। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বাংলাদেশ ইনফরমেশন টেকনোলজির এর চেয়ারম্যান লিটন হোসেন জিহাদ। সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন আজকে আমরা এমন একটি বইয়ের প্রকাশনা উৎসবে সমবেত হয়েছি। যে বইটিতে তরুন লেখক ¯েœহের ছোট ভাই জাকির মাহদিন সমকালিন রাজনীতি, অর্থনীতি, আইন, প্রশাসন, সংস্কৃতি, ধর্মীয় মূলবোধ নিয়ে আলোচনা সমালোচনা করতে সচেষ্ট হয়েছেন। তার লেখায় অত্যন্ত বিচক্ষনাতার, দূরদর্শিতার সাথে এবং সাহসের সাথে সমকালিন সমাজ সংস্কৃতির কঠোর সমালোচনা করেছেন। বিভিন্ন দেশী আন্তর্জাতিক পরিমন্ডলে চলমান বিভিন্ন সমস্যা সমাধানে নিজের যুক্তিনিষ্ট মতামত ব্যক্ত করেছেন। এটি একটি ব্যতিক্রম ধর্মীয়, গবেষণা ধর্মী বই। আমি মনে করি সমাজের যারা বুদ্ধিজীবি, চিন্তাশীল রয়েছেন, যারা সমাজের নীতি নির্ধারক রয়েছেন, তারা যদি এই বইটি পড়েন তাহলে সিধান্ত গ্রহনে আপনাদের এই বইটি পথ দেখাবে। এছারা এই বইটি পরলে আপনারা যে কেউ উপকৃত হবেন। মেয়র এই বইটির সফলতা কামনা করে, লেখকের উত্তোরত্তর সাফল্য কামনা করেন।






Shares