বর্তমান সরকার শিক্ষার্থীদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার কাজ করছে–জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ
বুধবার বিকাল ৩টায় ব্রাহ্মণবাড়িয়া পিটিআই প্রাঙ্গণে জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে জেলা পর্যায়ে আন্তঃপ্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেন। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সুব্রত কুমার বণিকের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) লুৎফুন নাহার, পিটিআই’র সুপারিনটেনডেন্ট জেসমিন খানম প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসের সহকারী মনিটরিং অফিসার বি. কে দত্ত। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেন বলেন, বর্তমান সরকার শিক্ষার্থীদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার কাজ করছে। তাই মাঠ পর্যায়ে শিক্ষার্থীদের মেধা যাচাইয়ের জন্য বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছে। এরই অংশ হিসেবে জেলা পর্যায়ে ক্রীড়া প্রতিযোগিতাসহ বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে। শিক্ষার মান উন্নয়নে সরকার মান সম্পন্ন শিক্ষক নিয়োগ দিচ্ছে। এখন অনেকে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়েও শিক্ষকতা পেশায় আসছে। আর এর জন্যই প্রাথমিক শিক্ষার গুণগত মান আগের তুলনায় বর্তমানে অনেক বৃদ্ধি পাচ্ছে। বর্তমান ডিজিটাল যুগে পিছিয়ে থাকার সুযোগ নেই। তাই আমাদের শিক্ষার্থীদের আরো এগিয়ে আনতে শিক্ষকসহ সংশ্লিষ্ট সকলের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। আমাদের প্রতিটি অঞ্চলে শতভাগ ভর্তি হার নিশ্চিত করতে হবে। তাহলেই সরকারের পরিকল্পনা সফল হবে। পরে প্রধান অতিথি প্রতিযোগিতায় বিজয়ীদের ছাত্র ছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেন।প্রেস রিলিজ