Main Menu

শীতার্তদের সহযোগিতায় হোটেল রেস্তোরা সংগঠনের মত আরো অন্যান্য সংগঠনকেও এগিয়ে আসতে হবে – জেলা প্রশাসক

+100%-

গত বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় স্থানীয় সুর সম্রাট দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনে বাংলাদেশ রেস্তোরা মালিক সমিতি ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার পক্ষ থেকে এবং মেসার্স মাতৃভান্ডারের সত্বাধিকারী সদ্বীপ চন্দ্র পাল (মালু) এর সৌজন্যে ৩ শতাধিক শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে।

এ উপলক্ষ্যে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেন। জেলা রেস্তোরা মালিক সমিতির উপদেষ্টা ও মেসার্স মাতৃভান্ডারের সত্ত্বাধিকারী প্রমোদ চন্দ্র পালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট আব্দুল্লাহ্ আল মামুন, দৈনিক সমতট বার্তার প্রকাশক ও সম্পাদক এবং চ্যানেল আই জেলা প্রতিনিধি সাংবাদিক মন্জুরুল আলম, সুর সম্রাট দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনের সাধারণ সম্পাদক কবি আবদুল মান্নান সরকার প্রমুখ।

জেলা রেস্তোরা মালিক সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ শাহ আলমের পরিচালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা রেস্তোরা মালিক সমিতির সভাপতি আব্দুল হক, সহ সভাপতি মোঃ দারু মিয়া, নীতিশ চন্দ্র ঘোষ, সহ সাধারণ সম্পাদক আব্দুল মালেক, সাংগঠনিক সম্পাদক ফখরুল হাসান, আপ্যায়ন সম্পাদক রুহুল আমিন সেলিম, কার্যকরী সদস্য আনিছুর রহমান, অফিস সচিব সেলিমুজ্জামান প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেন বলেন, শীতার্তদের সহযোগিতায় হোটেল রেস্তোরা সংগঠনের মত আরো অন্যান্য সংগঠনও এগিয়ে আসতে হবে। তাহলে সমাজে নির্যাতিত নিপীড়িত এবং অবহেলিত মানুষগুলো একটু হলেও সান্তনা পাবে। আমি সমাজের সকল বিত্তবানদের প্রতি আহবান জানাই অসহায় মানুষের সহযোগিতায় আপনারা সকলেই এগিয়ে আসুন।






Shares