Main Menu

ব্রাহ্মনবাড়িয়ায় এস.এ.টেলিভিশনের প্রতিষ্ঠা বাষিকী পালিত

+100%-

 

মানুষের জন্য কল্যানকর সব খবর সাংবাদিকগন তুলে ধরবেন-জেলা প্রশাসক


সাংবাদিকরা বিবেক দিয়ে কাজ করবেন-পুলিশ সুপার


নিষ্ঠার সাথে সংবাদ পরিবেশন করুন মেয়র-হেলালউদ্দিন



ব্রাহ্মনবাড়িয়ার জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ মোশাররফ হোসেন বলেছেন, এস.এ.টিভি দেশের মানুষের আশা আকাঙ্খার প্রতিফলন ঘটাতে নিয়মিত কাজ করে যাচ্ছে। তারা তাদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে ইতোমধ্যেই দর্শকদের মন জয় করতে সক্ষম হয়েছে। তিনি আজ সোমবার এস.এ.টিভির তৃতীয় বর্ষে পদার্পন উপলক্ষ্যে দর্শক ফোরাম আয়োজিত ব্রাক্ষনবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এ কথা বলেন। তিনি আরো বলেন, এস.এ.টিভি সারা বিশ্বের মানুষের সাথে বাংলাদেশের সেতু বন্ধন সৃষ্টি করেছে। মানুষের জন্য কল্যানকর সবকিছু সাংবাবদিকরা তুলে ধরবে। দেশীয় চ্যানেলগুলো টেলিভিশনের সামনের সারিতে যাতে প্রচার করা হয় সে বিষয়ে ব্রাহ্মণবাড়িয়ায় ক্যাবল অপারেটরদের সাথে আলোচনা করবেন বলেও জানান জেলা প্রশাসক।

বিশেষ অতিথির বক্তব্যে ব্রাহ্মনবাড়িয়ার পুলিশ সুপার মনিরুজ্জামান পিপিএম বলেন, এস.এ.টিভি তার সমহিমায় বহু দূর এগিয়ে যাবে। দেশবাসীর প্রত্যাশা পূরন করবে। সাংবাদিকরা তার বিবেক দিয়ে কাজ করবে বলে তিনি তার বক্তব্য উল্লেখ করেন।

অন্যদিকে, বিশেষ অতিথি পৌর মেয়র হেলাল উদ্দিন বলেন, সাংবাদিকরা চলমান রাজনৈতিক পরিস্থিতির খবর বস্তুনিষ্ঠা ও সততার মধ্যে দিয়ে পরিবেশন করলে দেশ ও জাতি উপকৃত হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মনবাড়িয়া জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আল মামুন সরকার, ব্রাহ্মনবাড়িয়া প্রেসক্লাবের সাধারন সম্পাদক রিয়াজউদ্দিন জামি, জেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সভাপতি মনির হোসেন দেলোয়ার। ব্রাহ্মনবাড়িয়া প্রেসক্লাব সভাপতি সৈয়দ মিজানুর রেজার সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন, এস.এ টিভির জেলা প্রতিনিধি মনিরুজ্জামান পলাশ। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার এএসপি তাপস রঞ্জন ঘোষ, সাংবাদিক- সৈয়দ মোহাম্মদ আকরাম, আ.ফ.ম কাউসার এমরান, পিযুষকান্তি আচার্য, নজরুল ইসলাম শাহাজাদা, মনির হোসেন প্রমুখ।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকুল চন্দ্র বিশ্বাস, সাংবাদিক- দীপক চৌধুরী বাপ্পী, এনটিভির শিহাবউদ্দিন বিপু, মানবজমিনের জাবেদ রহিম বিজন, একাত্তরের জালালউদ্দিন রুমি, বাংলাভিশনের আশিকুল ইসলাম, দিনকালের নিয়াজ মোহাম্মদ খান বিটু, বাংলাদেশ প্রতিদিনের মোশাররফ হোসেন বেলাল, সময় টিভির উজ্জল চক্রবর্তী, গাজি টেলিভিশনের জহির রায়হান, একুশে টেলিভিশনের মীর মোহাম্মদ শাহীন, প্রথম আলোর শাহাদৎ হোসেন, মানবকন্ঠের সমীর চক্রবর্তী, এনটিভির আশুগঞ্জ প্রতিনিধি আক্তারুজ্জামান রঞ্জন, চ্যানেল নাইনের আল মামুন, যমুনা টেলিভিশনের শফিকুল ইসলাম, আরটিভির আজিজুর রহমান পায়েল, শীর্ষ নিউজের সুমন রায়, মাছরাঙ্গার আশেক মান্নান হিমেল, কালবেলার আবদুস সাত্তার, সাপ্তাহিক গতিপথের শফিকুল আলম স্বপন, এস.এ পরিবহনের ফকরুজ্জামান, ব্রাহ্মণবাড়িয়া ইনচার্জ  নছিরত আলম শিপন, জ্যাকি মিয়া, চ্যানেল টোয়েন্টিফোর এর চিত্র সাংবাদিক প্রকাশ দাশ,এ.এইচ নাইম, বাংলাদেশ টেলিভিশনের চিত্রগ্রাহক মনির হোসেন, সময় টেলিভিশনের চিত্র সাংবাদিক জুয়েলুর রহমান, আজিজুল আলম সঞ্চয়, হৃদয় আহমেদ হিমেল, এস.এ টিভি দর্শক ফোরামের শাহজাহান মিয়া, শামসুল আলম শোভন, জোনায়েদ ভূইয়া, কামাল মিয়া, সুহীন হাজারী, রাজীব দেবনাথ, স্বপ্নীল চৌধুরী, জহির মিয়া প্রমূখ। এ সময় সুশীল সমাজের প্রতিনিধিগণ, সাংবাদিক বৃন্দ, এসএপরিবহনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

মনিরুজ্জামান পলাশ
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
এস.এ টেলিভিশন
১৯-১-১৫
প্রয়োজনে : ০১৬৭১৩৯৪৬৬৬






Shares