‘সংবিধান ও গণতন্ত্র রক্ষা দিবস’ বনাম ‘গণতন্ত্র হত্যা দিবস’ : শহর জুড়ে উত্তেজনা
শামীম উন বাছির :: বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে ‘অবরুদ্ধ’ করে রাখার প্রতিবাদে ও ৫ জানুয়ারি ‘গণতন্ত্র হত্যা দিবস’ উপলক্ষ্যে সকাল থেকেই শহরে উত্তেজনা বিরাজ করছে। শহরেরটি.এ রোডের কালীবাড়ি এবং কান্দিপাড়া থেকে মিছিল বের করার চেষ্টা চালায় জেলা ছাত্রদল। এ সময় পুলিশ বাধা দিলে সংঘর্ষ শুরু হয়। নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে এ সময় ইটপাটকেল ও ককটেল নিক্ষেপ করে। পুলিশও টিয়ার গ্যাসের শেল ছুড়ে।
এদিকে ‘সংবিধান ও গণতন্ত্র রক্ষা দিবস’ পালনে শহরর বিভিন্ন পয়েন্টে ছাত্রলীগের নেতাকর্মীরা জড়ো হয়। কান্দিপাড়া মোড়ে ছাত্রলীগের নেতাকর্মীরা অবস্হান নেয় এবং লগি বৈঠা নিয়ে কান্দিপাড়ায় ঢোকার চেষ্টা করে। সদর থানার সহকারী পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষের নেতৃত্বে পুলিশের তৎপরতায় ছাত্রলীগের নেতাকর্মীরা পিছিয়ে আসে। এদিকে এ ঘটনার জের ধরে এলাকায় আতন্ক বিরাজ করছে। পুরো টি.এ রোডে দোকান পাট ও যানবাহন চলাচল বন্ধ রয়েছে।