ব্রাহ্মণবাড়িয়ার কসবায় যুবকের ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার
![+](http://brahmanbaria24.com/wp-content/plugins/zoom-widget/elements/images/1/plus.png)
![100%](http://brahmanbaria24.com/wp-content/plugins/zoom-widget/elements/images/1/100.png)
![-](http://brahmanbaria24.com/wp-content/plugins/zoom-widget/elements/images/1/minus.png)
প্রতিনিধি:: ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বিল থেকে অজ্ঞাত এক যুবকের (২২) লাশ উদ্ধার করেছে কসবা থানা পুলিশ।
রোববার সন্ধ্যায় মান্দারপুর বিলের একটি ধইনচা জমি থেকে ক্ষত-বিক্ষত ওই লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, মান্দারপুর বিলের একটি ধইনচা জমিতে লাশটি দেখতে পেয়ে স্থানীয় লোকজন খবর দিলে পুলিশ লাশটি উদ্ধার করে।
লাশের বুক-পিঠ ও পেটে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। খুন করে লাশটি এ জমিতে দুর্বৃত্তরা ফেলে গেছে বলে পুলিশের ধারণা।
কসবা থানার এসআই আশরাফ কামাল জানান, খবর পেয়ে জমি থেকে লাশটি উদ্ধার করা হয়। লাশের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। লাশের ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
« নৌযান শ্রমিকদের ধর্মঘটের দ্বিতীয় দিন : আশুগঞ্জ নৌবন্দরে আটকা ৩০০ জাহাজ (পূর্বের সংবাদ)
(পরের সংবাদ) ব্রাহ্মণবাড়িয়ার কসবায় যুবকের ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার »