Main Menu

বিজয়নগরে চার ডাকাত গ্রেপ্তার

+100%-


ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ চার ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার রাতে ডাকাতির প্রস্তুতিকালে উপজেলার বুধন্তী বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হচ্ছে, উপজেলার জালালপুর গ্রামের শানু মিয়া, মোঃ আলমগীর মিয়া, পাহাড়পুর গ্রামের মোঃ মাঞ্জু মিয়া, আলাদাউদপুর গ্রামের মোঃ খোরশেদ মিয়া। এদিকে অপর এক অভিযানে তিন বছর একদিনের সাজাপ্রাপ্ত আসামী উপজেলার সাতগাঁও গ্রামের সোহেল মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এ ব্যাপারে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুর রব জানান, সড়কে ডাকাতির প্রস্তুতিকালে বুধন্তী বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে গতকাল রবিবার আদালতে পাঠানো হয়েছে।






0
0Shares