সড়ক দুর্ঘটনায় ব্রাক্ষণবাড়িয়া জেলায় কর্মরত সার্জেন্ট নজরুল ইসলাম সপরিবারে নিহত
সুমন নূর::: ব্রাক্ষণ
বাড়িয়া জেলায় কর্মরত সার্জেন্ট নজরুল ইসলাম বেলাল সড়ক দুর্ঘটনায় স্বপরিবারে নিহত হয়েছেন।নিহতরা হলেন- সার্জেন্ট নজরুল ইসলাম বেলাল (৫০) ও তার মেয়ে নুসরাত তাবাচ্ছুম (৩)। গুরুতর আহত অবস্হায় পুলিশ সার্জেন্টের স্ত্রীসহ অন্য দুজন
কে ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়। ওখানে পুলিশ সার্জেন্ট নজরুলের স্ত্রী মারা যান।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বসন্তপুর ব্রিজের সঙ্গে প্রাইভেকারের ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে।হতাহতদের বাড়ি ফেনীর ছাগলনাইয়া এলাকায়।
চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক (এসআই) মনির হোসেন জানান, ঈদ শেষে নজরুল ইসলাম বেলাল ফেনীর ছাগলনাইয়ায় নিজ বাড়ি থেকে পরিবারের সদস্যদের নি
য়ে প্রাইভেটকারে করে (ঢাকা মেট্রো-ঘ-১১-৮৮১৪) কর্মস্থল ব্রাক্ষণবাড়িয়ায় ফিরছিলেন।
পথে চালক নিয়ন্ত্রণ হারালে প্রাইভেকারটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের বসন্তপুর ব্রিজের সঙ্গে ধাক্কা লাগে। এতে গাড়িটি দুমড়ে মুচড়ে যায়। এসময় ঘটনাস্থলেই সার্জেন্ট নজরুল ইসলাম বেলাল ও নুসরাত তাবাচ্ছুমের মৃত্যু হয়। আহত হন তার স্ত্রীসহ আরও দু’জন।
আহতদের উদ্ধার করে চৌদ্দগ্রাম ও ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে। পুলিশ দুর্ঘটনা কবলিত প্রাইভেটাকারটি উদ্ধার করেছে।