৩০ বছর হলেই করোনার টিকা নেওয়া যাবে
করোনাভাইরাসের টিকা নেওয়ার বয়স ৩০ বছর নির্ধারণ করেছে স্বাস্থ্য অধিদফতর।
সোমবার ( ১৯ জুলাই) সন্ধ্যায় ডা. শামসুল হক এ তথ্য জানান। ডা. শামসুল হক বলেন, এইমাত্র সংবাদ পেলাম সুরক্ষা অ্যাপসে টিকা নেওয়ার বয়স ৩০ বছর করা হয়েছে। বয়স কমিয়ে আনার বিষয়টি জাতীয় কমিটির সিদ্ধান্ত জানিয়ে তিনি বলেন, নির্দেশনা পেয়ে যাবার পর সুরক্ষা অ্যাপে সেভাবে দিয়ে দেওয়া হয়। আর সুরক্ষা অ্যাপ দেখছে তথ্য প্রযুক্তি বিভাগ।
গত সোমবার (১২ জুলাই) থেকে দেশে আবারও গণটিকাদান শুরু হয়। এদিন থেকে জেলা-উপজেলায় দেওয়া হয় চীনের তৈরি সিনোফার্মের টিকা। এর পরদিন মঙ্গলবার থেকে সিটি করপোরেশন এলাকায় দেওয়া হয় কোভ্যাক্সের মডার্নার টিকা।
এর আগে গত ৫ জুলাই করোনার টিকার বয়স ৩৫ বছর করা হয়। এর দুই সপ্তাহের মাথায় তা কমিয়ে ৩০ বছর করা হলো।
দেশে টিকা নিবন্ধনের শুরুর দিকে ৫৫ বছর বয়সীদের টিকার জন্য নিবন্ধন করার অনুমোদন দেওয়া হয়েছিল। পরে নিবন্ধন কম হওয়ায় আরও বেশি সংখ্যক মানুষকে টিকার আওতায় আনতে বয়স কমানোর সিদ্ধান্ত নেয় স্বাস্থ্য অধিদফতর। সে সময় ৫৫ থেকে বয়স কমিয়ে ৪৪ বছর করা হয়। এরপর ২য় দফায় কমিয়ে ৪০ বছর করা হয়। তৃতীয় দফায় টিকা গ্রহীতাদের বয়স কমিয়ে ৩৫ বছর করা হয়। চতুর্থ দফায় এবার তা আরও কমিয়ে ৩০ বছর করা হলো।