Main Menu

১২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অভিযানে ১১৫ বোতল হুইস্কি আটক

+100%-

10-1-2016ডেস্ক ২৪:: অদ্য ১০ জানুয়ারি ২০১৬ তারিখ ১২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, সরাইল এর অধীনস্থ মঈনপুর বিওপি’র টহল দল কর্তৃক ১১৫ বোতল হুইস্কি আটক করা হয়।

১০ জানুয়ারি ২০১৬ তারিখ আনুমানিক রাত ০৩:৩০ ঘটিকায় কসবা উপজেলার রাউতখোলা সীমান্ত এলাকায় মঈনপুর বিওপি’র হাবিলদার মোঃ শরিফুল ইসলাম এর নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করে ১১৫ বোতল ভারতীয় ব্যাগ পাইপার হুইস্কি জব্দ করা হয়েছে। এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

এ ব্যাপারে ১২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ নজরুল ইসলাম, পিবিজিএম এর সাথে যোগাযোগ করা হলে হুইস্কি আটকের বিষয়টি নিশ্চিত করেন এবং তিনি বলেন মাদক পাচার রোধে বিজিবি সর্বদা সীমান্তে সচেষ্ট রয়েছে।






0
0Shares