প্রশাসনের আশ্বাসে সীমান্ত হাটের দোকানীরা ধর্মঘট প্রত্যাহার করলেও দোকান বন্ধ রেখেছেন বাংলাদেশী ২৫ ব্যবসায়ী
খ.ম.হারুনুর রশীদ ঢালী,কসবা প্রতিনিধি:: ব্রাহ্মণবাড়িয়ার কসবা তারাপুর-কমলা সাগর সীমান্ত হাটে ভারতের ক্রেতা প্রবেশ করতে না দেওয়ায় বাংলাদেশী দোকানীরা ৫ আগস্ট রোববার সকাল থেকে ধর্মঘটের ডাক দিয়েছেন । এই ধর্মঘটের সংবাদ পেয়ে কসবা উপজেলা নির্বাহী অফিসার হাসিনা ইসলাম ঘটনাস্থলে গিয়ে দাবী আদায়ের বিষয়টি আশ্বাস প্রদানে ব্যবসায়ীরা ধর্মঘট প্রত্যাহার করলেও হাটে দোকান বন্ধ রাখেন বাংলাদেশী ২৫ দোকানীরা।
ধর্মঘটে বাংলাদেশী ২৫ দোকানী ব্যবসায়ী সংগঠনের সভাপতি বাছির মিয়া ও সাধারণ সম্পাদক মোস্তফা হারুন বলেন,উক্ত সীমান্ত হাটে বিপুল পরিমান ক্রেতা ও ভারতীয় নাগরিকদেরকে প্রবেশ করতে না দেওয়ার ফলে বাংলাদেশী দোকানীরা লাভের মুখ দেখছেন না। তাই এই বিষয়টি সমাধান না করা পর্যন্ত বাংলাদেশী দোকানীরা আগামী দিন থেকে সকল দোকান পাট অনিদিষ্ট কালের জন্য বন্ধের ঘোষণা দেন। বাংলাদেশ তারাপুর কমলা সাগর সীমান্ত হাটের কার্যালয়ে স্থানীয় সাংবাদিকদেরকে উপজেলা নির্বাহী অফিসার হাসিনা ইসলাম বলেন,দুই দেশের বর্ডার হাট দ্বি বার্ষিক সভায় আলোচনাকালে বিষয়টি তোলে ধরা হবে। বর্তমানে বাংলাদেশী দোকানীরা যেন হাটে দোকান বন্ধ না রাখেন অনুরোধ করেন। এই সময় বাংলাদেশী ২৫ দোকান ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।