কারোনাভাইরাস আতঙ্কে কসবা সীমান্ত হাট দুই মাস বন্ধ রাখার প্রস্তুাব
কারোনাভাইরাস আতঙ্কে জেলার কসবা সীমান্ত হাট দুই মাস বন্ধ রাখার প্রস্তুাব আনা হয়েছে। রবিবার সকালে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক কার্যালয়ে করোনাভাইরাস সচেতনা বিষয়ক এক আলোচনা সভায় এ প্রস্তাবনা আনা হয়। এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হবে বলে সভায় সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
সিভিল সার্জন ডা. মো. শাহ আলমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খাঁন।
সভায় পুলিশ সুপার মো. আনিসুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আল-মামুন সরকারসহ আরো অনেকে বক্তব্য রাখেন।
সিভিল সার্জন ডা. মো. শাহ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
« বাংলাদেশে তিনজন করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত, দুই পুরুষ ও এক নারী (পূর্বের সংবাদ)