Main Menu

কসবায় রোহিঙ্গা হত্যার প্রতিবাদে মানববন্ধন

+100%-

খ.ম.হারুনুর রশীদ ঢালী কসবা প্রতিনিধি ঃ সারা দেশের ন্যায় কসবায় মিয়ানমারের রাখাইনে সংখ্যালঘু রোহিঙ্গা মুসলমান নারী পুরুষ ও শিশুদের নিপিড়ন, পুড়িয়ে হত্যা, গণধর্ষণ, বাড়ি ঘরে অগ্নিসংযোগ ও লুন্ঠনের প্রতিবাদে ৮ সেপ্টেম্বর শুক্রবার কসবা আড়াইবাড়ি দরবার শরীফের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি মিছিলের নগরীতে পরিণত হয়েছিল ।

শুক্রবার জুম্মা নামাজের পর বিভিন্ন মসজিদ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে কসবা নতুন বাজার কসবা-কুটি রোডে জমায়েত হয়ে বিশাল মানববন্ধনে সভাপতিত্ব করেন আড়াইবাড়ি দরবার শরীফের পক্ষে পীর জাদা মো: গোলাম কবির সাঈদী। বক্তব্য রাখেন কসবা পৌর কাউন্সিলর আবু ছাইয়েদ, কসবা উপজেলা যুবদলে যুগ্ম আহবায়ক কামাল উদ্দিন, কসবা নতুন বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি এম তবিবুর রহমান জীবন প্রমুখ। বক্তারা রোহিঙ্গাদের ওপর নির্যাতন বন্ধে বিশ্ব সম্প্রদায়কে এগিয়ে আসার আহবান জানানো হয়। এর আগে প্রত্যেক মসজিদে জুমার নামাজের খুতবায় রোহিঙ্গাদের জন্য বিশেষ মোনাজাত করা হয়।






Shares