কসবায় বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রাসহ নানা অনুষ্ঠানে ১লা বৈশাখ উদযাপন
আশিকুর রশীদ ঢালী মুরাদ কসবা প্রতিনিধি:সারা দেশের ন্যায় কসবা উপজেলা প্রশাসনের উদ্যোগে নববর্ষ ১৪২৪ বঙ্গাব্দ উপলক্ষে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রাসহ নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে এসো হে বৈশাখ পালন করা হয়।
গগনে উকি দেয় রবি। সূচনা হয় নতুন দিনের। সকালেই ১৪২৪ বাংলা বর্ষের আগমনী ধ্বনি নিয়ে কসবা উপজেলা নির্বাহী অফিসার হাসিনা ইসলামের বাসভবন “কসবা কানন” চত্বরে পান্তাভাত আর আলু ভর্তা,কাচামরিচ,রুই মাছ দিয়ে আসর বেশ জমে উঠে। এতে কসবার বিভিন্ন সরকারি, বেসরকারি, সামাজিক,সাংস্কৃতি সংগঠন,কসবা প্রেসক্লাব ও কসবা উপজেলা প্রেসক্লাবের সংবাদকর্মী, রাজনৈতিক, ব্যবসায়ী, জনপ্রতিনিধিসহ ব্যক্তিবর্গদের উপস্থিত ঘটে।
কসবা উপজেলা পরিষদ চত্বর নাগরদোলার ক্যাচ ক্যাচ,ডুগডুগির কড়া-মিঠে তাল,ভেঁপু,শিশুদের হৈচৈ আর বাউল গানে মুখরিত হয়ে উঠে উপজেলা মিলনায়তন। ডাকবাংলোয় চত্বরে বৈশাখের মেলার আনন্দ। কসবা উপজেলা চেয়ারম্যান এডভোকেট আনিসুল হক, জেলা পরিষদ সদস্য মোশারফ হোসেন ইকবাল, কসবা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহিন সুলতানা, কসবা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন, সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব রুহুল আমীন ভুইয়া বকুল, কসবা উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক এমজি হাক্কানী, কাজী আজহারুল ইসলাম, আওয়ামীলীগের সদস্য সফিকুল ইসলাম ভুইয়া রগু, মো.হুমায়ন কবীর সরকার, কসবা উপজেলা প্রেসক্লাব সভাপতি খ.ম.হারুনুর রশীদ ঢালী প্রমুখরা এ কথা সমর্থন করেন; “বৈশাখ পৃথিবীর সমগ্র বাঙালির উৎসব,এই উৎসবের মধ্য দিয়ে নতুন প্রজম্মের কাছে নিজ শিকড়কে তুলে ধরা। এক কথায় আমরা এ উৎসব থেকেই আমাদের শিকড়ের সন্ধান পাই”।