কসবায় প্রধানমন্ত্রীর খাদ্য সামগ্রী পেল ১ হাজার অসহায় পরিবার
কসবা প্রতিনিধি:: ব্রাহ্মণবাড়িয়া কসবায় মহামারি করোনা ভাইরাস দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিক খাদ্য সহায়তা স্বরুপ ১হাজার বিভিন্ন শ্রেণি পেশায় মানুষের মাঝে সরকারি খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ বুধবার দুপুরে কসবা টি আলী ডিগ্রী কলেজ মাঠে নানান শ্রেণীপেশার ১হাজার মানুষ এই সহায়তা পেতে উপস্থিত হলে সকলের হাতে হাতে এ সহায়তা পৌঁছে দেয়া হয়। এসময় কসবা উপজেলা নির্বাহী অফিসার মাসুদ উল আলমের পরিচালনায় ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক হায়াত-উদ দৌলা খান এর সভাপতিত্বে ব্রাহ্মণবাড়িয়া-৪ আসন কসবা-আখাউড়ার সংসদ সদস্য আইন বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রীর খাদ্য সামগ্রী,ধান কাটার ৬টি কম্বাইন হারভেস্টার,নিবন্ধিত জেলেদের ৫৪০টি সিঙ্গার সেলাই মেশিন বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন। বিশেষ অতিথি ছিলেন; কসবা উপজেলা চেয়ারম্যান এড.রাশেদুল কাওসার ভুইয়া জীবন,কসবা পৌর মেয়র এমরান উদ্দিন জুয়েল,উপজেলা ভাইস চেয়ারম্যান মো:মনির হোসেন,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা সিদ্দিকী,সহকারী কমিশনার (ভূমি) হাছিবা খান,কসবা থানা অফিসার ইনচার্জ মো: আলমগীর ভূইয়াসহ প্রশাসনিক কর্মকর্তা বৃন্দ,কসবা উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ,সাংবাদিক জনপ্রতিনিধি প্রমুখ উপস্থিত ছিলেন। পবিত্র রমজানে খাদ্য সামগ্রী পেয়ে খুশী।