Main Menu

কসবায় দেশীয় অস্ত্র সহ ১জনকে আটক করেছে পুলিশ

+100%-

কসবা প্রতিনিধি:: ব্রাহ্মণবাড়িয়ার কসবায় দেশীয় লৌহার তৈরী ১৮টি কুড়ালসহ ১জনকে আটক করেছে থানা পুলিশ।

কসবা থানা পুলিশ গোপন সংবাদে পুরাতন বাজার সুপার মাকের্ট আনন্দ গ্লাস এন্ড হার্ডওয়্যারের দোকানে গত বুধবার রাতে এক অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনা কালে দোকানের ভিতরে থাকা বাজারের দুইটি ছোটু হাত ব্যাগে দেশীয় লৌহার তৈয়ারী   ১৮টি কুড়াল জব্দ করেন।  এবং দোকানের মালিক আলমগীরকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেন।
কসবা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ লোকমান হোসেন আজ বৃহম্পতিবার টেলিভিশন সাংবাদিকদেরকে জানান,   গোপন সংবাদে তার দোকান অভিযান চালিয়ে ১৮টি কুড়াল পাওয়া যায় এবং দোকানীকে আটক করা হয়। এই ব্যাপারে কসবা থানায় মামলা প্রস্তুতি চলছে।   অপর দিকে দোকানী আলমগীর জানান, কে বা কাহারা আমার দোকানে সুকৌশলে রেখে গেছে আমি কিছুই জানি না। আমি গভীর ষড়যন্ত্রের শিকার।