Main Menu

কসবায় কৃষকের বাড়ি থেকে ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

+100%-

কসবা প্রতিনিধি::ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় কৃষকের বাড়ি থেকে সরাসরি ধান সংগ্রহ কার্যক্রম উদ্বোধন করা হয়। আজ দুপুরে ধান সংগ্রহ উদ্বোধন করেন কসবা উপজেলা নির্বাহী অফিসার মাসুদ উল আলম।
চলতি বোরো সংগ্রহ ২০২১ এর আওতায় খাদ্য বিভাগ কর্তৃক অনলাইন পদ্ধতিতে“কৃষক অ্যাপ”এর মাধ্যমে সরাসরি কৃষকের বাড়ী থেকে ধান সংগ্রহ কার্যক্রম শুরু হয়। এই সময় উপজেলা কৃষি অফিসার হাজেরা বেগম,উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মো:আবু কাউছার ও কায়েমপুর ইউপি চেয়ারম্যান ইয়াকুব আলী ভুইয়া,দেলোয়ার হোসেন মাস্টার,আবুদল মতিন ভুইয়া,কামাল উদ্দিন মোখলেছ প্রমুখ উপস্থিত ছিলেন। ধান প্রতি কেজি ২৭টাকা,সিদ্ধ চাল প্রতিকেজি ৪০টাকা,আতপ চাল প্রতিকেজি ৩৯টাকা সংগ্রহ করা হচ্ছে এবং সংগ্রহের শেষ হবে ১৬ অক্টোবর ২০২১ইং।
উপজেলার কায়েমপুর ইউপির পানিয়ারূপ গ্রামের কৃষক মো:বাচ্চু মিয়া ভুইয়ার বাড়ি থেকে ধান ক্রয় করা হয়। লটারির মাধ্যমে ৭৪১ জন কৃষকের কাছ থেকে ১ম পর্যায়ে ৯২৫.৫০০ মেট্রিক টন ধান সংগ্রহ করা হবে উপজেলা নির্বাহী অফিসার জানান।






Shares