Main Menu

কসবায় ইভটিজিং, মাদক, বাল্যবিবাহ,যৌতুক ও নারী নির্যাতন প্রতিরোধ বিষয়ক সচেতনামূলক সেমিনার অনুষ্ঠিত

+100%-

কসবা প্রতিনিধি:: ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা সদরে কসবা পৌর উচ্চ বিদ্যালয় হল রুমে ইভটিজিং, মাদক, বাল্যবিবাহ,যৌতুক ও নারী নির্যাতন প্রতিরোধ বিষয়ক সচেতনামূলক সেমিনার অনুষ্ঠিত হয়।

আজ বৃহম্পতিবার দুপুরে কসবা উপজেলা সার্চ অর্গানাইজেশনের উদ্যোগে আয়োজিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন কসবা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার কে এম হুমায়ুন কবির।
কসবা উপজেলা সার্চ সংগঠনের সভাপতি রাকিবুল হক রোমনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন,কসবা উপজেলা প্রেসক্লাবের সভাপতি খ,ম,হারুনুর রশীদ ঢালী, কসবা পৌর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সালাউদ্দিন, কসবা থানা উপ পুলিশ পরিদর্শক রুবেল মিয়া প্রমুখ।
বক্তব্য রাখেন,সাংবাদিক সোহরাব হোসেন,সজল আহাম্মদ খান,সার্চ সংগঠনের সাধারণ সম্পাদক সাইদুর রহমান ও সাংগঠনিক সম্পাদক আলী হোসাইন প্রমুখ।
এই সময় বিদ্যালয়ের শিক্ষক,শিক্ষীকা, শিক্ষার্থী প্রমুখ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, সমাজে ইভটিজিং, মাদক, বাল্যবিবাহ, যৌতুক ও নারী নির্যাতন  একটা মারাক্তক  ব্যাধি। এই ব্যাধি থেকে আজকের প্রজম্মকে  রক্ষা করতে হলে সকলকে সচেতন হয়ে প্রতিরোধে এগিয়ে আসার আহবান জানান।





Shares