কসবায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
কসবা প্রতিনিধি ॥ ব্রাহ্মণবাড়িয়ার কসবায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। দিবসটি পালনে উপজেলা প্রশাসনের উদ্যোগে নানা কর্মসূচী গ্রহন করা হয়। কর্মসুচীর মধ্যে ছিলো সকালে উপজেলা কেন্দ্রিয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন, সরকারী বালক উচ্চ বিদ্যালয় মাঠে পুলিশ,আনসার, ফায়ার বিগ্রেড ও বিএনসিসি’র অংশগ্রনের কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। অপরদিকে ডিসপ্লে প্রদর্শন করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা। পরে উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদ মুক্তিযোদ্ধা পরিবার, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কসবা উপজেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার আমিমুল এহসান খানের সভাপতিত্বে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এডভোকেট রাশেদুল কাওসার ভ’ইয়া জীবন। বিশেষ অতিথি ছিলেন, কসবা পৌর মেয়র গোলাম হাক্কানী, উপজেলা ভাইস চেয়ারম্যান মো.মনির হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা সিদ্দিকী, সাবেক উপজেলা চেয়ারম্যান রুহুল আমিন ভ’ইয়া বকুল ও সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ শহীদুল্লাহ। এসময় উপজেলার সকল ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সংবর্ধনা অনুষ্ঠান শেষে ৬০ জন শহীদ মুক্তিযোদ্ধা পরিবার ও ১৯০ জন যুদ্ধাহত ও বীর মুক্তিযোদ্ধাকে উপহার সামগ্রী তুলে দেয়া হয়।