Main Menu

কসবায় মাদ্রাসা শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ

+100%-

কসবা প্রতিনিধি:: ব্রাহ্মণবাড়িয়ার কসবায় চকচন্দ্রপুর ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় ছবক প্রদান, বার্ষিক ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় মাদ্রাসার জেনিথ ইসলাম হিফজ বিভাগ হলরুমে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয় এই ছবক প্রদান ও পুরস্কার বিতরন অনুষ্ঠান। মাদরসার শিক্ষার্থীদের মাঝে হিফজ্, নাজেরা ও আমপারা বিভাগের ৩১ জন শিক্ষার্থীকে পবিত্র কোরআন শরীফ থেকে ছবক প্রদান করেন আড়াইবাড়ী ইসলামীয়া সাঈদীয় কামিল মাদরাসার সহকারী অধ্যাপক ড. ওসমান গনি। এছাড়াও মাদরাসার ২৫ জন শিক্ষার্থীদের দেয়া হয় মেধা পুরস্কার। শিক্ষার্থীদের মনোবল বাড়াতে মেধাবীদের পুরস্কারের পাশাপাশি সকল শিক্ষার্থদেরও দেয়া সান্তনা পুরস্কার। এই বৈরী আবহাওয়াও শিক্ষার্থী-অভিভাবক ও অতিথিদের উপস্থিতি অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে।

ছবক প্রদান অনুষ্ঠানে চকচন্দ্রপুর ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার পরিচালন কমিটির সহ-সভাপতি গোলাম ফারুক মাস্টারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আড়াইবাড়ি ইসলামিয়া সাঈদীয়া কামিল মাদ্রাসার সহাকারী অধ্যাপক ড. ওসমান গণি। বিশেষ অতিথি ছিলেন, গোপীনাথপুর দাখিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা জসিম উদ্দিন, কসবা প্রেসক্লাব’র নবগঠিত এর সভাপতি মো. আবুল খায়ের স্বপন, সাধারণ সম্পাদক লোকমান হোসেন পলা, সাংগঠনিক সম্পাদক বি.এম.ইনয়ামুল ইসলাম, ইটালী প্রবাসী মামুনুর রশিদ ভূইয়া। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক মো. শাখাওয়াৎ হোসাইন।

মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য মো. ইকবাল হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, চকচন্দ্রপুর কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা তরিকুল ইসলাম হানাফী, হাফেজ আব্দুল মালেকসহ অন্যরা। এ সময় অনুষ্ঠানে মাদ্রাসার ছাত্র-শিক্ষক, অভিভাবক, মাদ্রাসা কমিটির সদস্যবৃন্দ, সাংবাদিক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ করেন মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা আব্দুল হালিম। অনুষ্ঠান শেষে দেশের শান্তি ও বিশ^ মুসলিমের মঙ্গল কামনায় দোয়া পরিচালনা করেন প্রধান অতিথি ড. ওসমান গণি।