Main Menu

কসবা স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল সংকট। ৯বছরেও চালু হয়নি ৫০শয্যার নতুন ভবনটি

+100%-
হারুনুর রশীদ ঢালী,কসবা প্রতিনিধি:: ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি ৩০ শয্যা থেকে ২০১১ সালে ৮কোটি টাকা ব্যয়ে ৫০ শয্যা নতুন ভবন করা হলেও ডাক্তারসহ জনবলেরর অভাবে নতুন ভবনের সকল যন্ত্রপাতি নষ্ট হচ্ছে। যেন দেখার কেউ নেই।
প্রতিদিন হাসপাতালে রোগীর সংখ্যা বাড়ছে কিন্ত ডাক্তার দেখাতে না পেরে ক্ষুব্ধ রোগী ও স্বজনরা। এর মধ্যে দেখা গেল দালালের দৌরাত্ন্য। তারা নানা কৌশলে নিয়ে যাচ্ছে প্রাইভেট ক্লিনিক ও হাসপাতালে।
এক্স-রে মেশিন থাকলেও নেই টেকনিশিয়ান। নামে মাত্র ৪জন ডাক্তার দিয়ে চলছে উপজেলার ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ২লাখের অধিক
 বিশাল জনগোষ্ঠীর চিকিৎসা সেবা। সেবা নিতে এসে রোগীরা প্রতারিত হয়ে প্রাইভেট হাসপাতালে যেতে বাধ্য হচ্ছে।
কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার টরিকল্পনা কর্মকর্তা( টিএইচ আই) ডাক্তার কে, এম হুমায়ুন কবির  বলেন, হাসপাতালটিতে চিকিৎসকের অভাব। যন্ত্রপাতি থাকলেও জনবলের সংকট থাকায় ৫০শয্যা হাসপাতালটি দীর্ঘ ৯বছর ধরে চালু করা সম্ভব হচ্ছে না।





Shares