কসবা যুবলীগ সভাপতির বিরুদ্ধে পরিবহন থেকে চাঁদাবাজির অভিযোগ
কসবা প্রতিনিধি(ব্রাহ্মনবাড়িয়া)ঃ ব্রাহ্মণবাড়িয়া কসবা উপজেলা যুবলীগের সভাপতি মো. আব্দুল আজিজের বিরুদ্ধে পরিবহন থেকে জোরপূর্বক চাঁদা আদায়ের অভিযোগ পাওয়া গেছে। কসবা উপজেলা নিবার্হী কর্র্মকর্তার (ইউএনও) কাছে আকছিনা গ্রামের জহিরুল ইসলাম নামে এক ব্যক্তি এ অভিযোগ করেছেন। অভিযোগের সঙ্গে চাঁদা আদায়ের একটি রশিদও জুড়ে দেওয়া হয়েছে।
গত ৫ নভেম্বর দায়ের করা অভিযোগে উল্লেখ করা হয়, নিজেকে জেলা পরিষদের ইজারাদার উল্লেখ করে আব্দুল আজিজ প্রতিনিয়িনতই বিভিন্ন বাস, ট্রাক থেকে চাঁদা আদায় করেছেন। পরিবহন থেকে এভাবে চাঁদা আদায়ের ঘটনায় ইতিপূর্বে একাধিক খুনের ঘটনাও ঘটেছে। আব্দুল আজিজ জোর করে ভুয়া রশিদ দিয়ে এভাবে টাকা আদায় করে যাচ্ছেন।
অভিযোগে বলা হয়, আব্দুল আজিজ ক্ষমতার প্রভাব দেখিয়ে প্রচুর অর্থ-বিত্তের মালিক হয়েছে। এলাকায় তিনি একটি ডুপ্লেক্স বাড়ি বানিয়েছেন। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য অনুরোধ করেছেন অভিযোগদাতা মো. জহিরুল ইসলাম।