কসবা পৌর উচ্চ বিদ্যালয় ৬ষ্ঠ শ্রেণীর ২১০ জন ছাত্র-ছাত্রীদেরকে লটারির মাধ্যমে ভর্তি
কসবা প্রতিনিধি:: ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌর উচ্চ বিদ্যালয় ৬ষ্ঠ শ্রেণীর ২১০ জন ছাত্র-ছাত্রীদের লটারির মাধ্যমে ভর্তি করা হয়েছে।ভর্তির জন্য ৪৪৭ জন ছাত্র-ছাত্রী আবেদনপত্র সংগ্রহ করেছেন। আজ মঙ্গলবার সকালে বিদ্যালয় চত্বরে লটারীর মাধ্যমে বিজয়ী মোট ২১০ জনের মাঝে ১০৫ জন ছাত্র ও ১০৫ জন ছাত্রী ভর্তির ফলাফল চুড়ান্ত করা হয়।
উক্ত বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান হামিদুল হক মাস্টারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন; কসবা উপজেলা নির্বাহি অফিসার মাসুদ উল আলম। বিশেষ অতিথি ছিলেন ;কসবা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবু জাফর আহমেদ ; ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের সদস্য মোঃ: মোশাররাফ হোসেন ইকবাল ,কসবা উপজেলা প্রেসক্লাব সভাপতি খ .ম. হারুনুর রশিদ ঢালী, কসবা প্রেসক্লাব সভাপতি আব্দুল হান্নান মাস্টার প্রমুখ।
সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন, কসবা পৌর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু ইউসুফ ভূঁইয়া ,সহযোগিতায় ছিলেন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা বৃন্দ।
এই সময় উক্ত বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।