কসবা পুরাতন বাজারকে ফরমালিন মুক্ত বাজার ঘোষণা
কসবা প্রতিনিধি::”মাছে ফরমালিনকে না বলুন” “ফরমালিন মুক্ত মাছ বাজার” ঘোষনা এই শ্লোলগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার কসবা পুরাতন বাজারে কসবা মৎস্য অধিদপ্তেরর উদ্যোগে অভিযান পরিচালনা করা হয়।
আজ বৃহম্পতিবার দুপুরে কসবা পুরাতন বাজারে অভিযান চালিয়ে বাজারকে ফরমালিন মিক্ত মাছ বাজার ঘোষণা করা হয়।
কসবা উপজেলা মৎস্য কর্মকর্তা শারমিন ফেরদৌসী রাখীর সভাপতিত্বে বক্তব্য রাখেন কসবা উপজেলা পরিষদ চেয়ারম্যান এড,আনিসুল হক ভুইয়া,কসবা উপজেলা নির্বাহী অফিসার হাসিনা ইসলাম। এই সময় উপস্হিত ছিলেন কসবা উপজেলা প্রাণী সম্পদ অফিসার,কসবা কৃষি কর্মকর্তা,কসবা উপজেলা প্রেসক্লাব সভাপতি খ,ম,হারুনুর রশীদ ঢালী,সাংবাদিক নেপাল চন্দ্র সাহা,কসবা পুরাতন বাজার পরিচালনা কমিটির সভাপতি আব্দুর রহিম,কসবা পৌরযুবলীগের সাধারণ সম্পাদক রতন সরকার প্রমুখ।
« চিত্র সাংবাদিক শংকরের মেয়ের ক্যানসার চিকিৎসায় এগিয়ে আসুন (পূর্বের সংবাদ)
(পরের সংবাদ) সাংবাদিক বদিউল আলম খসরু আর নেই »