কসবা পুরাতন বাজার নির্বাচনে ব্যাপক কারচুপি। শতাধিক সিলমারা ব্যালট পেপার উদ্ধার
কসবা প্রতিনিধি : কসবা পুরাতন বাজার পরিচালনা কমিটি নির্বাচন ২০১৭ইং অনুষ্ঠিত বিভিন্ন পদে সিলমারা শতাধিক ব্যালট পেপার পাওয়া সহ নজিরবিহীন দুর্নীতি হয়েছে বলে সাধারণ সম্পাদক পদ প্রার্থী অভিযোগ করেছে।
২এপ্রিল রোববার বিকালে কসবা পুরাতন বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটি নির্বাচন ২০১৭ প্রিজাইডিং অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো:জাফর আহমেদ এর অফিস কার্যালয়ে গিয়ে সাধারণ সম্পাদক টেলিভিশন মার্কা পদ প্রার্থী কামাল সরকার তিন প্রার্থীর উপস্থিত অন্যান্যদের সামনে অভিযোগ করেন। ঐ প্রার্থী জানান নির্বাচন শেষে রাতে সাধারণ সম্পাদক পদসহ একাধিক প্রার্থীর সিলমারা শতাধিক ব্যালট পেপার কেন্দ্রে পূর্ব পাশে পরিত্যক্ত অবস্থা পাওয়া গেছে এবং প্রার্থীদের গননার শীটে ভোটের অংক কম বেশী থাকার বিষয়টিও জানান।
প্রিজাইডিং অফিসার মো:জাফর আহমেদ জানান, কেউ হয়তো ছাপাতে পারে তা আমাদের জানার বিষয় নয় এবং কিছু ভোট হারিয়েছে বা বাতিলের বিষয়টিও যথাসময়ে ফলাফলের সকল সীটে উল্লেখ্য করা সম্ভব হয়নি বলে জানান। তবে অভিযোগ থাকলে রিটানিং অফিসারের কাছে লিখিত অভিযোগ দেওয়ার কথা তিনি জানিয়েছেন।
এই ঘটনাকে কেন্দ্র করে সারা বাজারের ব্যবসায়ীমহলের মাঝে ক্ষুদ্ধ প্রতিক্রিয়া বিরাজ করছে।
সাধারণ সম্পাদক পদ প্রার্থী কামাল সরকার আইনি লড়াইয়ে যাবেন বলে এই প্রতিবেদককে জানান।