Main Menu

কসবা গোপীনাথপুর শহীদ বাবুল উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির নির্বাচন

+100%-

কসবা প্রতিনিধি::  ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা গোপীনাথপুর শহীদ বাবুল উচ্চ বিদ্যালয় অভিভাবক নির্বাচন ২০১৮ শান্তি পূর্ণভাবে বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
অভিভাবক সদস্য একই পদে ৮জন প্রার্থী ১১৬৯ ভোটার নিয়ে নির্বাচনে অংশ গ্রহণ করেন। নির্বাচনে প্রত্যহ ভোটে ৮জন প্রার্থীর মধ্যে ৪জন নির্বাচিত হয়েছেন বলে প্রিজাডিং অফিসার কসবা উপজেলা মাধ্যমিক কর্মকর্তা আবু জাফর আহম্মেদ জানান। অনুউপস্থিত ভোটার সংখ্যা ৩৭৪জন,বাতিল ভোটের সংখ্যা ১২,বৈধ ভোট হলেন ৭৯৫ । নির্বাচনে ভোটে নির্বাচিত হয়েছেন মো:সাইফুর রহমান-গরুর গাড়ী ৪৮৪ ভোট (১ম), মো:জহিরুল ইসলাম-মাছ ৪৪ ভোট(২য়) মো: শাহ আলম খন্দকার – ছাতা ৪০৮(৩য়), মো:আব্দুল আজিজ মুন্সী-আম ৪০৬ (৪র্থ)। অন্যান্যরা ভোট পেয়ে পরাজিত হয়েছেন হাবিবুর রহমান-চেয়ার(৩৬৮), মো:আলমগীর রেহাসেন ভুইয়া-মই(২৮০),মো:আলী জাহের আনারস(২৫৭),মো:আবু সুফিয়ান ভুইয়া-রিকশা(১৩৭)।
কসবা থানা অফিসার ইনচার্জ তদন্ত মৃনাল দেবনাথ জানান, আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় শান্তি পূর্ণভাবে ভোট অনুষ্ঠিত হয়েছে।
এই সময় গোপীনাথ পুর ইউপি চেয়ারম্যান এস এ, মান্নান জাহাঙ্গীর,গোপীনাথপুর শহীদ বাবুল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহিরুল হক,কসবা উপজেলা প্রেসক্লাব সভাপতি খ.ম.হারুনুর রশীদ ঢালী,আনন্দ টিভি কসবা উ জেলা প্রতিনিধি এস এম নাছির উদ্দিন খান গোপীনাথপুর ইউপি সদস্য নবী মিয়া ও জাকির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।






Shares