Main Menu

ইউপি নির্বাচন :: কসবার বিনাউটি ৯টি ভোট কেন্দ্র ঝুকিপূর্ণ -চেয়ারম্যান প্রার্থী ওমর ফারুকের লিখিত অভিযোগ

+100%-

binaotকসবা প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদ নির্বাচন আগামী ২৮মে অনুষ্ঠিত হবে। এর মধ্যে বিনাউটি ইউপির ৯টি ওয়াডের ৯টি ভোট কেন্দ্রে ঝুকিপূর্ণ বলে এক লিখিত অভিযোগ দায়ের করার সংবাদ পাওয়া যায়।

গত ২২মে কসবা উপজেলা নির্বাচন অফিসে বিনাউটি ইউপির স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী চশমা প্রতীকের এ. এস. এম ওমর ফারুক (স্বপন) কসবা উপজেলা রিটার্নিং অফিসারের কাছে লিখিত ভাবে অভিযোগ দায়ের করেছেন। তাঁর অভিযোগ পত্রে উল্লেখ্য করেছেন আসন্ন বিনাউটি ইউপি নির্বাচনে ৯ ওয়ার্ডের ৯টি ভোট কেন্দ্রই ঝুকিপূণ। তাই ঐ চেয়ারম্যান প্রার্থী আইনশৃঙ্খলা বাহিনী পর্যাপ্ত— ফোর্সসহ সকল প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের স্বার্থে সহযোগিতা চেয়েছেন। ভোটাররা যেন সকাল ৮টা থেকে বেলা ৪টা পর্যন্ত শান্তি পূর্ণ ভাবে ভোট প্রদান করতে পারেন।

এ দিকে কসবা উপজেলা নির্বাচন অফিস অভিযোগের বিষয়টি নিশ্চিত করেন।

complain






0
0Shares