কসবায় মালবাহী ট্রেনের দুটি চাকা লাইনচ্যুত:: ঢাকা-চট্টগ্রাম – সিলেট ট্রেন চলাচল বন্ধ
প্রতিনিধি:: ঢাকা-চট্টগ্রাম রেলপথের জেলার কসবায় মালবাহী ট্রেনের দুটি চাকা লাইনচ্যুত হয়েছে। কসবা রেলস্টেশনে বৃহস্পতিবার দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনার পর থেকে ঢাকা-চট্টগ্রাম রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়েছে।
আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সাত্তার জানান, দুপুরে ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী একটি মালবাহী ট্রেন কসবা রেলস্টেশনে এলে ট্রেনের ইঞ্জিনের দুটি চাকা লাইনচ্যুত হয়। এ ঘটনার পর থেকে ঢাকা-চট্টগ্রাম রেলপথে সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
লাইনচ্যুত বগি উদ্ধারে কাজ শুরু করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। তবে কখন ট্রেনটির লাইনচ্যুত বগি উদ্ধার করা যাবে এ ব্যাপারে নিশ্চিত করে কিছু জানা যায়নি।
« সরাইলে নৌকাডুবিতে ৩ জনের মৃত্যু (পূর্বের সংবাদ)